বাণিজ্যে ভারতকে বিশেষ সুবিধা দেওয়ার আর্জি মার্কিন আইন প্রণেতাদের

বাংলা হান্ট ডেস্ক : আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক মোটামুটি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেমন কোনও সংঘাত হয়নি তাই প্রধানমন্ত্রীর দ্বিতীয় বার কার্যকাল শুরু হওয়ার পরই তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ কিন্তু তাঁর এক দিনের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি নিয়ে আমেরিকাকে জোর ধাক্কা দিয়েছিল ভারত আর তার পর ভারতকে উচিত শিক্ষা দিতে মার্কিন যুক্তরাষ্ট্রে রফতানিকৃত ভারতীয় পণ্যের ওপর বিশেষ সুযোগ সুবিধা বাতিল করে দেয় মার্কিন প্রশাসন৷ কিন্তু এ বার ভারতকে বাণিজ্যিক ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়ার জন্য আর্জি জানালেন মার্কিন আইন প্রণেতারা৷

মার্কিন আইনসভার সদস্যদের তরফ থেকে আগে যেমন ভারত বাণিজ্যিক ক্ষেত্রে সুবিধা পেত সেই সুবিধা যেন ফিরিয়ে দেওয়া হয় এমনটাই দাবি জানানো হয়েছে৷ ভারতকে এই সুযোগ সুবিধা দিলে আসলে মার্কিন শিল্প মহল দীর্ঘদিন ধরে যে বাজার ধরে রাখতে চাইছে তা এক প্রকার নিশ্চিত হওয়া যাবে বলেই ওই চিঠিতে জানানো হয়েছে৷ তাই তো প্রধানমন্ত্রীর হাউস্টন সভার আগে এই বিষয়ে সিলমোহর পেতে চাইছে মার্কিন আইন প্রণেতারা৷

আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে জিএসপি প্রকল্পে বিশ্বের বেশ কিছু দেশ নিজেদের উত্পাদিত পণ্য মার্কিন বাজারে গিয়ে বিক্রি করার সুযোগ পায়৷ সে রকম ভারতও পেত কিন্তু এ বছর মার্চ মাস থেকে সেই প্রকল্প থেকে ভারতকে বাদ দেওয়ার কথা ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প৷ বাণিজ্য খাতে আমেরিকাকে ধাক্কা দেওয়ার ফলে বেশি সুবিধা পায় ভারত এই যুক্তি দেখিয়ে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরোপ করে মার্কিন প্রশাসন৷

আসলে এই ব্যবস্থার ফলে একদিকে যেমন ভারতের ক্ষতি হয়েছে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের আরও দ্বিগুণ ক্ষতি হয়েছে৷ এর ফলে ছোট ছোট ব্যবসা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি কমছে কর্মসংস্থান তাই এ বার মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার সদস্যরাই ভারতের সেই সুবিধা ফিরিয়ে দেওয়ার আরজি জানালেন৷

সম্পর্কিত খবর