হিন্দু মেয়ের সঙ্গে মুসলিম ছেলের বিয়ে, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে রুখল অনুষ্ঠান!

বাংলাহান্ট ডেস্কঃ লাভ জিহাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর উত্তরপ্রদেশেই (uttarpradesh) সম্পন্ন হল একটি ভিন্ন ধর্মের বিবাহের অনুষ্ঠান। বিবাহের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ে আটকানোর চেষ্টা করলেও, নির্বিঘ্নেই সম্পন্ন হল বিয়ের কাজ।

ভিন্ন ধর্মের বিবাহের আয়োজন
পাত্রী রিনা গুপ্তা এবং পাত্র মহম্মদ আসিফের বিবাহের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বছর ২২ এর রিনা গুপ্তা রসায়নে স্নাতকোত্তর এবং বছর ২৪ -এর আসিফ পেশায় একজন ফার্মাসিস্ট। তাদের দুজনের পরিবারের সম্মতিতে এই বিবাহের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই ভিন্ন ধর্মের বিয়েতে কোন জোরজুরি হয়নি বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

পুলিশ গিয়ে বিয়ে বন্ধের নির্দেশ দেন
ভিন্ন ধর্মের বিয়ের অনুষ্ঠানের খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে বিয়ে বন্ধের নির্দেশ দেন। পারা থানার ইনচার্জ ত্রিলোকি সিংহ বলেছিলেন, হিন্দু মহাসভার জেলা সভাপতি ব্রিজেশ শুক্লা থানায় এই বিবাহের বিষয়ে অভিযোগ করেছেন। সেই কারণেই পুলিশ কর্মীরা সেখানে সমস্ত কিছু খতিয়ে দেখতে গিয়েছিলেন।

hbbfbgbj

এই বিষয়ে পারা থানার অতিরিক্ত ডিসিপি রাওয়াত জানিয়েছেন, সম্প্রতি লাভ জিহাদের বিরুদ্ধে উত্তরপ্রদেশে জারি করা আইন অনুসারে, ২০২০ -এর ৩ এবং ৮ ধারা অনুযায়ী এই বিয়ে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়। এই আইনে বলা আছে, জোর করে ধর্ম পরিবর্তন করে বিয়ে করা উচিত নয়। জোর করে বা ভুল বুঝিয়ে ধর্ম পরিবর্তন করে বিয়ে করা এই আইনের একবারে বিরুদ্ধে।

দুই পরিবারের সম্মতিতেই হচ্ছিল বিবাহের কাজ
এই বিয়ের বিষয়ে পাত্রীর বাবা বিজয় গুপ্তা বলেন, ‘এই বিয়েতে জোর করে কোন কিছু করা হয়নি। দুই পরিবারের সম্মতিতেই এই বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের থেকে অনুমতি নেওয়ার পরই এই বিবাহের আয়োজন করা হয়েছে। প্রথমে হিন্দুরীতি অনুসারে বিবাহের কাজ করা হবে, পরবর্তীতে মুসলিম ধর্মানুসারে বিবাহের কাজ করা হবে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর