ব্যাপক আর্থিক বিপর্যয়! ভবিষ্যতে অন্ধকারে চলে যেতে চলেছে পাকিস্তান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড গুলি।

করোনা ভাইরাসের কারণে এই মুহূর্তে বিশ্ববাসীর মনে নানান প্রশ্ন উদয় হচ্ছে। কবে এই মরণ ভাইরাস পৃথিবী থেকে বিদায় নেবে? মরণ ভাইরাস করোনা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরেও কি পৃথিবীর অবস্থা সেই আগের মতোই থাকবে? কবে এই মানব সমাজ সুস্থ স্বাভাবিক জীবন যাপন করবে? এছাড়াও অনেকের মনে প্রশ্ন আসছে যে করোনা ভাইরাস পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে বিশ্বের বিভিন্ন দেশের আর্থিক অবস্থা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে? কতটা আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে করোনা আক্রান্ত দেশগুলিকে? তবে এইসব প্রশ্নের উত্তর এখনই দেওয়া সম্ভব নয়। অপরদিকে কারোনার ব্যাপক প্রভাব পড়েছে ক্রীড়াক্ষেত্রে। এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন জনপ্রিয় লীগগুলি স্থগিত রয়েছে, এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে ক্রিড়া সংস্থা গুলিকে।

করোনা ভাইরাসের ব্যাপক প্রভাব পড়েছে ক্রিকেটে। মনে করা হচ্ছে যে করোনা ভাইরাসের কারণে লকডাউন পদ্ধতি যদি আরও বেড়ে যায় তাহলে বেশ কয়েকটি ক্রিকেট বোর্ড একেবারে দেউলিয়া হয়ে যাবে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই, ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মত আর্থিক দিক দিয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ড গুলি নিজেদের সামলে নেবে বলে মনে করা হচ্ছে। কিন্তু করোনা ভাইরাসের কারণে বিপদে পড়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, পাকিস্তান ক্রিকেট বোর্ড, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের মত যে সমস্ত বোর্ড গুলি আর্থিক দিক দিয়ে একটু কম স্বচ্ছল সেই বোর্ড গুলি।

বেশ কয়েকটি ক্রিকেট বোর্ড যেমন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই জানুয়ারি মাসেই স্পনসার এবং সম্প্রচার সংস্থাগুলির সাথে চুক্তি শেষ হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত নতুন করে চুক্তি স্বাক্ষরিত হয় নি। সেই কারণে মনে করা হচ্ছে যদি আরো ছয় মাস ক্রিকেট বন্ধ থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চরম আর্থিক ক্ষতির মুখে পড়বে। এছাড়াও ঘরের মাঠে বেশ কয়েকটি সিরিজ খেলার কথা ছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ইতিমধ্যে সেগুলি স্থগিত হয়ে গিয়েছে। অপরদিকে পাকিস্তানের ঘরোয়া লীগ এবং ওয়েস্ট ইন্ডিজ এর ঘরোয়া লিগ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে মনে হচ্ছে এই সমস্ত ক্রিকেট টুর্নামেন্ট গুলি যদি না হয় তাহলে এই ক্রিকেট বোর্ড গুলি চরম আর্থিক ক্ষতির মুখে পড়বে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর