মাসুদের সাথে যোগাযোগ, গ্রেফতার মার্কিন যুবক

বাংলা হান্ট ডেস্ক:নিষিদ্ধ জঙ্গি সংগঠন সঙ্গে যোগাযোগ রাখায় গ্রেফতার করা হল ওয়াকার আল হাসান নামে এক মার্কিন নাগরিককে। জানা গিয়েছে এই মার্কিন নাগরিক পাক বংশোদ্ভূত। পাকিস্তান থেকে ফেরার সময় হাসানকে বিমানবন্দরে গ্রেফতার করে এফবিআই।

১৯৮৪ সালে পাকিস্তানের উত্তম গুজরাতে হাসানের জন্ম ১৫ বছর বয়সে পরিবারের সঙ্গে ব্রুকলিনে চলে যায়।২০০২ সালে হাসান মার্কিন নাগরিকত্ব পায়। পাকিস্তানের নাগরিকত্ব রেখেছিল সে।

হাসান তদন্তকারীদের জানিয়েছেন,তার সাথে জইশ-ই-মহম্মদ ও আইএস জঙ্গিদের সাথে যোগাযোগ ছিল।হাসান জঙ্গিদের অর্থ সাহায্য করতে চেয়েছিল কিন্তু তা কি করে করবে তা বুঝতে পারিনি।

হাসানের আগে ২০১৫ সালে ধরা পড়ে তখন সে জঙ্গী সংগঠনের সাথে যোগাযোগের কথা অস্বীকার করে। পরে নভেম্বর মাসে আবার জেরায় হাসান বলে, সে আগের বার গোয়েন্দাদের মিথ্যে বলেছিল।

c5005 screenshot 20190505 154807পাকিস্তান থেকে ফেরার সময় ৩৫ বছরের হাসানকে বিমানবন্দর থেকে গ্রেফতার করে এফবিআই।

সম্পর্কিত খবর