১৯৮৩ সালে আজকের দিনেই বিশ্বকাপ জিতেছিল ভারত, সেই সময় কত টাকা মাইনে পেতেন কপিলরা?

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ ২৫শে জুন। আজকের দিনেই ৩৯ বছর আগে প্রথমবার বিশ্ব জয় করেছিল ভারতীয় ক্রিকেট দল। সমস্ত বাঁধা, প্রতিকূলতা এবং সমালোচনাকে টপকে ওয়েস্ট ইন্ডিজকে লর্ডসের মাটিতে হারিয়ে বিশ্বকাপ হাতে তুলেছিলেন কপিল দেবরা। আনন্দের বন্যা বয়ে গিয়েছিল গোটা দেশজুড়ে। সেই জয় যেন ভারতীয় ক্রিকেটের উত্থানের পথ প্রশস্ত করেছিল। আজ যে ভারতীয় ক্রিকেটের এত প্রতিপত্তি এত রমরমা এত জাঁকজমক তার সমস্ত কিছুর শুরুটা হয়েছিল ওইদিন থেকেই।

আজ বিসিসিআইয়ের প্রচুর প্রতিপত্তি। এক একটি ম্যাচ খেলে লাখ লাখ টাকা কামান ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু সেই সময়ে পরিস্থিতিটাই এমন ছিল না। সম্প্রতি একটা ছবি প্রকাশ্যে এসেছে যেখানে উল্লেখ করা হয়েছে যে কপিল দেব সহ বাকি ভারতীয় প্লেয়ার এবং দলের ম্যানেজার বিশ্বকাপ ফাইনাল খেলার পর কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। সকলের জ্ঞাতার্থে সেই ছবিটি সকলের সামনে তুলে ধরা হলো যা দেখলে আপনিও আশ্চর্য হবেন।

MATCH FEES OF INDIAN CRICKETERS IN 1983

লর্ডসের মাঠের প্রথমে ব্যাট করতে নেমে চূড়ান্ত বিপাকে পড়ে ভারতীয় দল। ম্যালকম মার্শাল জোয়েল গার্নার, মাইকেল হোল্ডিংয়ের দাপুটে ফাস্ট বোলিং এর সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি বললেই চলে ভারতীয় ব্যাটসম্যানরা। তখনকার দিনের একদিনের ম্যাচের জন্য নির্ধারিত ৬০ ওভার ব্যাট করতে ব্যর্থ হয় ভারত ক্রিস শ্রীকান্তের ৩৮ মহিন্দর অমরনাথের ২৬ এবং সন্দীপ পাতিলের ২৭ রানের উপর ভর করে ৫৪.৪ ওভারে ১৮৩ রানে অলআউট হয়ে যায় সুনীল গাভাস্কাররা।

সকলে যখন ধরেই নিয়েছিল সে ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় বারের জন্য ক্রিকেট বিশ্বকাপে নিজেদের ঘরে তুলতে চলেছে তখন ড্রেসিংরুমে কপিল দেবের পেটটকে উদ্বুদ্ধ হয়ে মাঠে নামে ভারতীয় দল। তারকা ব্যাটসম্যান ভিভ রিচার্ডসকে ফেরাতেই খেলা ঘুরতে শুরু করে। শেষ পর্যন্ত মদন লাল এবং মহিন্দর অমরনাথ এর দুর্দান্ত বোলিং এর সৌজন্যে ৪৩ রানের ব্যবধানে জয় ভারত। ৫২ ওভারের মধ্যে ১৪০ রানে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে দিয়েছিলেন কপিল দেবরা।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর