শুধু ভবানীপুরই না, আরেকটি আসন থেকেও সরে দাঁড়াতে পারে কংগ্রেস

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপিকে প্রতিহত করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী করতে ইতিমধ্যে ভবানীপুরের উপনির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে কংগ্রেস। আগেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ঘোষণা করেছিলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান জানাতে কংগ্রেস ওই কেন্দ্রে প্রার্থী দেবে না। তবে পরে আবার রব উঠেছিল যে, কংগ্রেস ভবানীপুরে প্রার্থী দিতে পারে। কিন্তু সর্বশেষে হাইকম্যান্ডের নির্দেশে ভবানীপুর তৃণমূলের জন্য ছেড়ে দিয়েছে কংগ্রেস।

আর এবার আরও একটি আসন থেকেও কংগ্রেসের প্রার্থী সরে দাঁড়াতে পারেন। মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী জইদুর রহমান আগেই জানিয়েছিলেন যে, তিনি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে কথা বলার পর সেই সিদ্ধান্ত থেকে কিছুটা সরে দাঁড়ান তিনি। তবে তিনি যে নির্বাচনে লড়বেন সেটাও এখনও সিদ্ধান্ত নিতে পারেন নি।

অন্যদিকে এই খবর কানে আসার পর সামশেরগঞ্জের তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম জানিয়েছেন, কংগ্রেস ভোটে দাঁড়িয়েও কোনও সুবিধা করতে পারবে না। এই কারণেই আমরা কংগ্রেস এবং বাকিদের কাছে আবেদন করব যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে সবাই মিলে যেন তৃণমূল কংগ্রেসকেই ভোট দেয়।

উল্লেখ্য, কংগ্রেস প্রার্থী জইদুল রহমান স্থানীয় তৃণমূল সাংসদ তথা মুর্শিদাবাদ জেলার তৃণমূলের সভাপতি খলিলুর রহমানের ভাই হন। ওনারা একান্নবর্তী পরিবারেই থাকেন। ব্যবসাও এক। কংগ্রেসের প্রার্থী বলেছেন, ব্যবসার দিকে আরও ভালভাবে নজর দেওয়ার জন্যই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে চান। তবে জইদুর শেষমেশ কী সিদ্ধান্ত নেবেন, তা এখনও জানা যায়নি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর