রাষ্ট্রপতি নির্বাচনে NDA-র প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন, বড় ঘোষণা মায়াবতীর

বাংলাহান্ট ডেস্ক : বিরোধী শিবিরের কাঁপন ধরিয়ে বিজেপির নেতৃত্বে এনডিএ জোটের রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। তিনি বলেন, ‘আমরা এনডিএ-র রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী দ্রৌপদী মুর্মুকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই সিদ্ধান্তটি বিজেপি বা এনডিএ-র সমর্থনে বা বিরোধীদের বিরোধিতার জন্য নয়। আমাদের দল এবং আন্দোলনকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

   

গতকালই রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। তাঁর মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ অন্য কেন্দ্রীয় মন্ত্রীরা। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও হাজির ছিলেন সেখানে। জানা যাচ্ছে, দ্রৌপদী মুর্মু মনোনয়ন জমা দেওয়ার পরই ফোন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর জয়ের জন্য মমতার সমর্থনও চান তিনি।

ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ শেষ হবে ২৪ জুলাই। তার আগেই রাষ্ট্রপতি নির্বাচন হবে আগামী ১৮ জুলাই। ফল ঘোষণা হবে ২১ জুলাই। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে ২৯ জুনের মধ্যেই। নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান হবে আগামী ২৫ জুলাই।

অন্যদিকে, প্রাক্তন বিজেপি নেত্রী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী দ্রৌপদী মুর্মুকে এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী করায় প্রশংসা করেছেন। উমা ভারতী তাঁর ট্যুইটারে লিখেন, ‘দ্রৌপদী মুর্মুকে এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে নির্বাচন করা খুবই স্বাভাবিক ব্যাপার। তিনি প্রতিটি উপায়ে একজন যোগ্য মহিলা। এটি শিক্ষাগত যোগ্যতা, সমাজসেবার জন্য সহানুভূতিশীল অনুভূতি এবং সংযত সংস্কৃতিবান জীবন, মনের সঙ্গ, কথা ও কাজের একটি বিশুদ্ধতার উপর নির্ভর করে। নিজেদের যোগ্যতাই ভারতের রাষ্ট্রপতি পদের প্রার্থী বাছাইয়ের ভিত্তি। বিজেপি নেত্রী উমা ভারতী আরও লিখেন, ‘মুর্মু আজকের সমসাময়িক অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থার ত্রিশক্তি। তাঁর সেই সব গুণ রয়েছে যা আমাদের দেশের শক্তি এবং বিশেষত্ব। আমি দ্রৌপদী মুর্মুকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর