এই প্রার্থীকে ভোট দেবেন BSP সাংসদরা! উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে চমকে দেওয়া সিদ্ধান্ত মায়াবতীর

বাংলাহান্ট ডেস্ক : এনডিএ (NDA) জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) সমর্থনের কথা ঘোষণা করলেন বহুজন সমাজবাদী পার্টির (BSP) শীর্ষ নেতা মায়াবতী (Mayawati)। আজ বুধবারই এই কথা জানিয়ে ট্যুইট করেন তিনি।

আজ জগদীপ ধনখড়কে সমর্থন জানিয়ে ট্যুইট করলেন মায়াবতী। তিনি লেখেন, ‘এটা সবাই জানে যে রাষ্ট্রপতি পদের জন্য সরকার এবং বিরোধী দলের মতানৈক্যের জন্যই অনুষ্ঠিত হয় রাষ্টপতি নির্বাচন। আর ঠিক একই কারনে আগস্ট মাসেই অনুষ্ঠিত হতে চলেছে উপরাষ্ট্রপতি নির্বাচনও।’ মায়াবতী আরও লেখেন, ‘বহুজন সমাজ পার্টি দেশের উন্নয়ন এবং দলের আন্দোলনের কথা মাথায় রেখেই উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে জগদীপ ধনখড়কে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে।’

মায়াবতীর জগদীপ ধনখড়কে সমর্থন করার কথা ঘোষণা করার পরই উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেন, ‘মায়াবতী সবসময়ই সমাজের পিছিয়ে থাকা শ্রেণীর জন্য কাজ করেছেন। রাষ্ট্রপতি পদের জন্য দ্রৌপদী মুর্মু উনি সমর্থন করেন এই একই উদ্দেশ্যে। এবার উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে জগদীপ ধনখড়কে সমর্থন করায় আমি কৃতজ্ঞ।NDএদিন আনুষ্ঠানিকভাবে দলের সিদ্ধান্ত ঘোষণা করেন মায়াবতী। আগামী ৬ আগস্ট উপরাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। ১০ আগস্ট কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ভেঙ্কাইয়া নাইডুর। এনডিএ ধনখড়কে উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। অপরদিকে বিরোধী দলের প্রার্থী মার্গারেট আলভা।

প্রসঙ্গত, এনডিএ প্রার্থী পেশায় একজন আইনজীবী। ১৯৮৯ সালে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। ২০১৯-এর জুলাই মাসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন তিনি। তারপর থেকেই বাংলার শাসক দলের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতের বিরোধ সামনে আসে। একাধিকবার প্রকাশ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরোধিতা করতে দেখা গিয়েছে জগদীপ ধনখড়কে।

এর আগে বিজেডি আসন্ন নির্বাচনে জগদীপ ধানখড়কে সমর্থনের কথা ঘোষণা করেছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে, তারা এই নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকবে। ২০১৭ সালে ভেঙ্কাইয়া নাইডু রাষ্ট্রপতি পদে মনোনীত হন। তিনি ভারতের ১৫ তম উপরাষ্ট্রপতি ছিলেন। আগামী ৬ আগস্ট নির্বাচনের পর দেশ পেতে চলেছে নতুন উপরাষ্ট্রপতি।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর