চা বিক্রি করেই কোটিপতি! মধ্যপ্রদেশের যুবক প্রফুল বিলোর MBA চাইওয়ালা

বাংলাহান্ট ডেস্কঃ  আপনি যদি জীবনে ভিন্ন কিছু করার স্বপ্ন দেখেন এবং তাতে অটুট থাকেন। তাহলে কোনও কিছুই অসম্ভব নয়। মধ্যপ্রদেশের যুবক প্রফুল বিলোর ( Prafull Billore ) এটি আরও একবার প্রমাণ করে দিয়েছে। বিলোরও তার জীবনে ভিন্ন কিছু করার স্বপ্ন দেখে শুরু করেছিল চা বিক্রি করার ব্যবসা। আর সেই ব্যবসায় তাকে এতটাই সফলতা এনে দিয়েছে যে, সে এটির মাধ্যমে রেকর্ড টার্নওভার করেছে প্রায় তিন কোটি টাকা। ২২ বছর বয়সী এই প্রফুল আহমেদাবাদে ( Ahemdabad )  বাস করে। তবে এখন সে গোটা ভারতের কাছে ‘এমবিএ চাইওয়ালা’ ( MBA Chaiwala ) হিসাবে বিখ্যাত।

চলুন একনজরে দেখে নেওয়া যাক তাঁর অনুপ্রেরণামূলক যাত্রা পথটিঃ

প্রফুল বিলোর আজ ‘এমবিএ চাইওয়ালা’ নামে পরিচিত। ব্যাপক প্রচেষ্টা সত্ত্বেও সে ক্যাট পরিক্ষায় ভাল স্কোর করতে পারেনি। তাই সে পড়াশোনা মাঝপথে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অবশেষে ভাঙা মন নিয়ে রাস্তায় চা বিক্রি শুরু করে এই প্রফুল।

Tea

আহমেদাবাদে এমবিএ পড়ার সময় সে একটি রেস্তোঁরায় ( Restaurant )  আংশিক সময় কাজ করতে থাকে। সেই সময়, একজন চা বিক্রেতার সাথে তার কথা হয়, তারপরই প্রফুল সিদ্ধান্ত নেয় যে সে একটি চায়ের দোকান খুলবে। এদিকে, বাবা-মার বিরোধিতা সত্ত্বেও প্রফুল তার এমবিএ পড়াশুনো ত্যাগ করে। কিন্তু ধীরে ধীরে তার চায়ের দোকানটি ভালভাবে চলতে শুরু করে। কয়েক মাসের মধ্যেই প্রফুল মাসে ১৫,০০০ টাকা পর্যন্ত উপার্জন করতে শুরু করে।

প্রফুল বর্তমান পর্যায়ে পৌঁছানোর জন্য যে অবিরাম সংগ্রাম করেছিল, তার সেই গল্প সম্প্রতি হিউম্যানস অফ বোম্বে ( Humans of Bombay ) শেয়ার করেছে। তাদেরকে প্রফুল জানায় যে “আমি আমার সবটুকু দেওয়ার পরে যখন ক্যাট পরিক্ষায় ভাল স্কোর করতে পারিনি, তখন আমি বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। হতাশ হয়ে আমি এমন সিদ্ধান্ত নিয়ে আমার যাত্রা শুরু করেছিলাম।” প্রফুল আরও জানায় যে, ” আমার বাবা-মা চেয়েছিলেন যে আমি ডিগ্রি হাসিল করি এবং তারা আমার এই সিদ্ধান্ত মেনেও নিতে পারেন নি তখন”।

সম্পর্কিত খবর