MBBS পড়ছিলেন বিদেশে, এদিকে মহারাষ্ট্রের ভোটে প্রার্থী হয়ে জিতেও গেলেন! মহাসমস্যায় বছর ২১ এর তরুণী

বাংলা হান্ট ডেস্ক : এক অদ্ভুত সমস্যা! এক তরুণী ডাক্তারি পড়ছেন বিদেশের বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে কিছুদিনের ছুটিতে ফিরে আসেন মহারাষ্ট্রের (Maharashtra) গ্রামে। এসেই পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হয়ে যান তিনি। এদিকে ঘটনাচক্রে নির্বাচনে জিতেও যান তিনি। এরপরই পড়েছেন সমস্যায়! ডাক্তারি পড়তে ফিরে যাবেন বিদেশ, নাকি সমলাবেন পঞ্চায়েত কিছুতেই বুঝে উঠতে পারছেন না তিনি।

   

মহারাষ্ট্রের পঞ্চায়েত নির্বাচন। আর সেই ভোটে প্রধানপদে প্রার্থী হওয়ার জন্য একেবারে জর্জিয়া থেকে নিজের গ্রামে আসেন আসেন যশোধারা শিন্ডে। ২১ বছর বয়সী ওই তরুণী বিদেশে মেডিক্যাল কোর্স করছেন। সেখান থেকে ফিরে এসেছেন তিনি। এরপর মহারাষ্ট্রের পঞ্চায়েত নির্বাচনে তিনি প্রার্থী হিসাবে দাঁড়িয়েও পড়লেন। আর সেই ভোটে জিতেও গেলেন। কিন্তু এবার কী করবেন তিনি। তবে কি সব ছেড়েছুড়ে বিদেশে চলে যাবেন? নাকি এখানেই দেশ সেবা করবেন?

জানা যাচ্ছে, আপাতত সংলি জেলায় মিরাজ তেহশিলে ভাদ্দি গ্রামেই তিনি থেকে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন ওই তরুণী। একই সঙ্গে অনলাইনে তিনি তাঁর মেডিক্যাল কোর্সও শেষ করতে চান।

সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘আমি চাই মেয়েরা যাতে স্বনির্ভর হতে পারেন। তাঁদের জন্য ই লার্নিং শুরু করতে চাই। ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা উপকরণ চালু করতে চাই। শিশুরা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সেব্যাপারেও চেষ্টা চালিয়ে যাব আমি। কৃষকদের উন্নতিতে কাজ করে যেতে চাই।’

তিনি এদিন আরও জানান, ‘জর্জিয়ায় নিউ ভিশন ইউনিভার্সিটিতে আমি এমবিবিএস করছি। আমি এখন ফোর্থ ইয়ারে পড়ছি। এখনও দেড় বছর কোর্সের বাকি রয়েছে। ভোট ঘোষণা হওয়ার পরে স্থানীয় বাসিন্দারা চাইছিলেন আমাদের পরিবারের কেউ যেন প্রধান পদের জন্য ভোটে দাঁড়ান। এরপর আমাকে ওই পদে দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো বাড়ি থেকে আমাকে বিষয়টি জানানো হয়। সেই খবর পেয়েই আমি চলে আসি। এরপর জিতেও গেলাম।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর