‘রোনাল্ডোকে অনুসরণ করতে হবে না’, সিরাজকে চাঞ্চল্যকর পরামর্শ দিলেন শামি! জানুন কেন….

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) ম্যাচের দুর্দান্ত জয় পেয়েছে ভারতীয় দল (Team India)। ভারতের মাটিতে আয়োজিত তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচ ছিল গতকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। সেই ম্যাচে লোকেশ রাহুল (KL Rahul) এবং রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) ব্যাটে ভর করে ৫ উইকেটে জয় পেয়েছে ভারতীয় দল। যদিও অস্ট্রেলিয়া ভারতের এই কাজটা বেশ কঠিন করে তুলেছিল একটা সময় পর্যন্ত।

তবে রাহুল এবং জাদেজা বাদেও আরও যাদের কৃতিত্ব দিতে হবে তারা হলেন ভারতের দুই ফাস্ট বলের মহম্মদ শামি (Md Shami) এবং মহম্মদ সিরাজ (Md Siraj) । দুজনেই কাল অসাধারণ বোলিং করেছেন এবং ৩টি করে উইকেট নিয়েছেন। তাদের সম্প্রতিক পারফরম্যান্স দেখে অনেকেই বলতে শুরু করেছেন যে বিশ্বকাপের জন্য বুমরাকে আর দলে ফেরানোর দরকার নেই। ভারতের মাটিতে এমনিতেও দলে অনেক বেশি পেসার রাখার কোনও প্রয়োজন নেই। সিরাজ এবং শামি ঠিক সামলে নিতে পারবেন।

বিশ্বকাপের জন্য যদিও এখনও হাতে বেশ কিছুটা সময় রয়েছে। আপাতত ভারতীয় সমর্থকরা স্বামী এবং সিরাজের ধারাবাহিক পারফরম্যান্স উপভোগ করে চলেছেন। গতকাল ম্যাচের পর দুই পেসার একে অপরের সাক্ষাৎকার নেন বিসিসিআইয়ের হয়ে। সেখানে আচমকাই বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে কথা হয় দুজনের মধ্যে। অভিজ্ঞ শামি তার চেয়ে জুনিয়র সিরাজকে রোনাল্ডোকে অনুসরণ না করার পরামর্শ দেন।

siraj siuuu cr7

গতকাল ম্যাচে নিজের প্রথম ওভারেই উইকেট পেয়েছিলেন সিরাজ। ট্র্যাভিস হেডকে বোল্ড করার পর তিনি শূন্যে লাফিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর তৈরি ‘সিউউউ’ সেলিব্রেশন করে আনন্দপ্রকাশ করেন। এরপর ভারতীয় দলের আরেক রোনাল্ডো ভক্ত বিরাট কোহলি এসে তাকে জড়িয়ে ধরেন। সিরাজ গতকাল সাক্ষাৎকারে জানিয়েছেন যে তিনি কখন এই সেলিব্রেশন মাঠে করে থাকেন।

সিরাজ বলেন, “আমি রোনাল্ডোর খুব বড় ভক্ত। তাই যদি কোন ব্যাটারকে বোল্ড করতে পারি তাহলে আমি ওই ভাবেই উদযাপন করি।” এরপর শামি বলেছেন, “এটা খুব ভালো বিষয় যে আপনি একজন বড় তারকাকে অনুসরণ করছেন। কিন্তু তার সঙ্গে আপনাকে এটাও মনে রাখতে হবে আপনি একজন ফাস্ট বোলার। তাই ওভাবে উদযাপন না করাই ভালো।” বেকায় দেয় যাতে নিজের জুনিয়র পেসারের চোট না লেগে যায় সেই উদ্দেশ্যেই বড় দাদার মতো এই পরামর্শ দিয়েছেন শামি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর