মহিলা IPL-এও পাল্টালো না RCB-র ভাগ্য! বিশ্বজয়ী শেফালী, ল্যানিংদের দাপটে বড় জয় দিল্লির

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মহিলা আইপিএল (WPL) শুরু হওয়ার আগে রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) মহিলা দলের অধিনায়ক স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) কথা দিয়েছিলেন যে তারাই এই টুর্নামেন্টের বিজয়ী হবেন। দীর্ঘ ১৫ বছর ধরে বিরাট কোহলি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পুরুষ দলের হয়ে যা করে দেখাতে পারেননি, সেটা করে দেখানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন আরসিবির নতুন অধিনায়ক। কিন্তু বাস্তবটা আপাতত তেমন মনে হচ্ছে না। মহিলা আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে শেফালী ভার্মাদের (Shefali Varma) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে ৬০ রানের ব্যবধানে হারলো আরসিবি।

আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি অধিনায়ক স্মৃতি। কিন্তু তার সেই পরিকল্পনা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়। সম্প্রতি ভারতকে অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো শেফালী ও অস্ট্রেলিয়াকে মহিলা টি- টোয়েন্টি বিশ্বকাপ জেতানো মেগ ল্যানিং দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেন করেন এবং তাদের মধ্যে ১৬২ রানের একটি পার্টনারশিপ হয়।

ল্যানিং ৪৩ বলে ৭২ এবং শেফালী ৪৫ বলে ৮৪ রানের অসাধারণ ইনিংস খেলেন। এরপর মেরিজানে কাপ ১৭ বলে ৩৯ এবং জেমিমা রদ্রিগেজ ১৫ বলে ২২ রান করে নির্ধারিত ২০ ওভারে ২২৩ রান অবধি পৌঁছে দেয় দিল্লি ক্যাপিটালসকে। আরসিবির হয়ে হিথার নাইট ২ উইকেট পেলেও বাকি বোলাররা যোগ্য সঙ্গত দিতে ব্যর্থ হন।

এরপর ব্যাট করতে নেমে সোফি ডিভাইনকে দ্রুত হারালেও অধিনায়ক স্মৃতি ও অ্যালিসা পেরির ওপর ভরসা রেখেছিলেন আরসিবি ভক্তরা। কিন্তু স্মৃতি ৩৫ এবং পেরি ৩১ রান করে আউট হওয়ার পরেমুখ থুবড়ে পড়ে আরসিবির মিডল অর্ডার। সম্পূর্ণ ব্যর্থ হন রিচা ঘোষ। হিথার নাইট ও মেগান শ্যুট শেষদিকে চেষ্টা করলেও ১৬৩ রানের বেশি তুলতে পারেনি আরসিবি। মার্কিন যুক্তরাষ্ট্রের তারা ন্যরিস ৪ উইকেট নিয়ে আরসিবি ব্যাটিংকে ভাঙেন।

 

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর