মেহবুবা মুফতি সহ তিন নেতার উপর ৩ মাসের নজরবন্দি বাড়াল সরকার

বাংলাহান্ট ডেস্ক : জম্মু ও কাশ্মীরের(jammu kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি (megbooba mufti ) আপাতত মুক্তি পাবেন না বলে জানা গেছে। মঙ্গলবার নতুন রায় দেওয়া হয়েছে। প্রাক্তন মন্ত্রী ও সিনিয়র ন্যাশনাল কনফারেন্স নেতা আলী মোহাম্মদ সাগর এবং পিডিপি নেতা সারতাজ মাদানী এদের তিন জনের জেলা হেফাজত বাড়ানো হয়েছে।

নতুন করে সাজার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত 

বৃহস্পতিবার আটক মেয়াদ শেষ হয়ে আসছে দেখে তাদের ফের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার হয়। আর এখনও সারা দেশ জুড়ে লক ডাউন চলেছে। করোনার সঙ্কটের পরিপ্রেক্ষিতে মেহবুবাকে অস্থায়ী কারাগার থেকে তার বাড়িতে স্থানান্তর করা হয়েছে। গত বছরে ৫ই আগস্ট তুলে নেওয়ার পর থেকে তিন নেতা হেফাজতে রয়েছেন। সিনিয়র ন্যাশনাল কনফারেন্স নেতা আলী মোহাম্মদ সাগর এবং পিডিপি নেতা সারতাজ মাদানী এরাও বন্দী আছেন। ৫ ফেব্রুয়ারি তাদের উপর জননিরাপত্তা আইন চাপানো হয়েছিল।

প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর মন্তব্য 

মেহবুবা মুফতীর হেফাজত বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারকে লক্ষ্য করে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি বলেন এই ঘটনা অত্যন্ত নিষ্ঠুর ও অমানবিক । ওমর টুইট করেছেন, “মেহবুবা মুফতি কিছুই করেননি এবং কিছুই বলেননি। তা সত্ত্বেও তাদের সাথে এ ধরনের অবিচার করা হচ্ছে।”

জম্মু ও কাশ্মীরের নিয়ম অনুযায়ী 

জম্মু ও কাশ্মীরে ১৯ ৭৮ সালে অস্তিত্বপ্রাপ্ত জননিরাপত্তা আইন (পিএসএ) এর আওতায় কোনও ব্যক্তি বিনা বিচারে কয়েক মাস জেল খাটতে পারবেন। আর প্রয়োজনে এই সময় বাড়িয়ে দিতে পারে। এরকম বিধান আছে বলে জানা গেছে।

সম্পর্কিত খবর