সম্প্রীতির বার্তাঃ অযোধ্যায় মন্দির নির্মানের পাশাপাশি মসজিদ প্রস্তুতিতে সাহায্য করছেন বিরাট সংখ্যক হিন্দু

বাংলাহান্ট ডেস্কঃ সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ ফুটে উঠছে অযোধ্যায় (Ayodhya)। কিছুদিন আগেই রাম মন্দিরের ভূমি পূজনের অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার পর মন্দির নির্মানের কাজ শুরু হয়ে গেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মত, সেখানে রাম মন্দিরের নির্মানের পাশাপাশি অযোধ্যা শহরের বাইরে ধন্নিপুর গ্রামে একটি মসজিদ (Mosque) নির্মানের নির্দেশ দেওয়া হয়েছে।

   

নির্মিত হবে মসজিদও
মসজিদ নির্মানের জন্য সুপ্রিম কোর্টের তরফ থেকেই উত্তর প্রদেশের সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডকে পাঁচ একর জমি দেওয়া হয়েছে। এই কাজের জন্য ১৫ সদস্যের ইন্দো- ইসলামিক কালচারাল ফাউন্ডেশন নামে একটি ট্রাস্ট গঠন করা হয়েছে। এই ট্রাস্টই মসজিদ নির্মানের সমস্ত কাজ দেখাশোনা করছে।

আমন্ত্রণ জানানো হবে প্রধানমন্ত্রীকেও
মসজিদ কমিটির তরফ থেকে বলা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হবে। তবে প্রধানমন্ত্রী মোদী কিংবা মুখ্যমন্ত্রী যোগী কেউই এখনও এই বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহণ করেননি।

দেশ বিদেশ থেকে আসছে প্রচুর অর্থ সাহায্য
রাম মন্দির নির্মানের কাজ শুরু হয়ে গেলেও, মসজিদ নির্মানের কাজ এখনও বিশ বাও জলে। তবে এই মসজিদ নির্মাণের জন্য দেশ বিদেশ থেকে প্রচুর অর্থ সাহায্য আসছে এই ট্রাস্টের কাছে। এই কাজের জন্য লখনউতে একটি অফিস খোলার পাশাপাশি দু’টি ব্যাংক অ্যাকাউন্টও খোলা হয়েছে।

মসজিদ নির্মান ট্রাস্টের মুখপাত্র আতহার হুসেন জানিয়েছেন, ‘মসজিদ নির্মাণের সাহায্যের জন্য মানুষ যেভাবে এগিয়ে এসেছেন, তাতে আমরা খুবই অভিভূত। যাঁরা অনুদান দিতে চেয়েছেন, তাঁদের মধ্যে ৬০ শতাংশ মানুষই হিন্দু রয়েছে। তবে হিসাব করে দেখা গেছে মসজিদ নির্মানের পরেও, যথেষ্ট পরিমাণে অর্থ অবশিষ্ট থেকে যাবে। যা দিয়ে একটি হাসপাতাল, কমিউনিটি কিচেন এবং শিক্ষা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর