বার্সা ছাড়ছেন মেসি, মেসির ঐতিহাসিক দশ নম্বর জার্সি পরতে চেয়ে ক্লাবকে আবেদন করলেন এই ফুটবলার

বাংলা হান্ট ডেস্কঃ লিওনেল মেসি (Leo Messi) ভক্তরা ভালোবেসে তাকে এলএম টেন বলে ডাকেন। এর অন্যতম কারণ মেসির 10 নম্বর জার্সি, মেসির 10 নম্বর জার্সি যেন তার ভক্তদের কাছে বাড়তি আবেগ। তবে এবার বিদায় জানাতে হবে বার্সেলোনার 10 নম্বর জার্সিটাকে। স্প্যানিশ মিডিয়ার খবর অনুযায়ী বার্সেলোনা ছাড়তে চলেছেন মেসি। মেসির বার্সেলোনা ছাড়া এখন শুধু সময়ের অপেক্ষা। তবে মেসি ক্লাব ছাড়লেও তো তার সেই 10 নম্বর জার্সি আর পড়ে থাকবে না। সময়ের বিচারে কেউ না কেউ সেই 10 নম্বর জার্সি পড়বেন।

   

বার্সেলোনা ক্লাব ছাড়ার সঙ্গে সঙ্গে বার্সেলোনার দশ নম্বর জার্সিটিও ছাড়তে হবে মেসিকে। এই দশ নম্বর জার্সি পরে খেলেছেন ফুটবলের তাবড় তাবড় তারকারা। 10 নম্বর জার্সি পড়লেই যেন কাঁদে বাড়তি দায়িত্ব এসে পড়ে। এর থেকেও বড় কথা অতীতে এই জার্সি পড়ে খেলেছিলেন ব্রাজিলীয় তারকা রোনাল্ডিনহো। আর রোনাল্ডিনহো, মেসি যে জার্সি পড়ে খেলেছিলেন সেই জার্সি গায়ে চাপানো কোনো ছোট ব্যাপার নয়।

এবার মেসির জার্সি পড়ে খেলার আগ্রহ প্রকাশ করলেন ডেনমার্কের ফরোয়ার্ড মার্টিন ব্রাথওয়েট। এই মুহূর্তে তিনি বার্সেলোনার 19 নম্বর জার্সি পড়ে খেলেন। অতীতে তিনি যে ক্লাবে খেলতেন সেখানে দীর্ঘদিন 10 নম্বর জার্সি পড়ে খেলেছেন। আর তাই মেসির বার্সেলোনা ছাড়ার খবর পেয়ে তিনি ক্লাব কর্তৃপক্ষকে সরাসরি জানিয়ে দিয়েছেন মেসি ক্লাব ছাড়লেই যেন তার সেই 10 নম্বর জার্সি তাকে পড়তে দেওয়া হয় অর্থাৎ তিনি বুঝিয়ে ছিলেন মেসি ক্লাব ছাডলে মেসির মতো বড় দায়িত্ব নিতে প্রস্তুত তিনি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর