ইচ্ছা না থাকলেও বার্সেলোনাতেই থাকতে হবে মেসিকে, সাফ জানিয়ে দিল ক্লাব কর্তৃপক্ষ

বাংলা হান্ট ডেস্কঃ বার্সেলোনার জার্সি গায়ে এই মরশুমটা একেবারে ভালো যাচ্ছিল না আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। তখন থেকেই মেসির সঙ্গে ক্লাবের দূরত্ব বাড়তে থাকে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে 8-2 গোলে বার্সেলোনার হারার পর তিক্ততা যেন আরো বেড়ে গেল। বার্সার সঙ্গে মেসির তিক্ততা এতটাই চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে দীর্ঘ কুড়ি বছর বার্সেলোনা ক্লাবে খেলা মেসি বার্সা ছাড়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন।

   

তবে মনে করা হচ্ছে মেসির বার্সেলোনা ছাড়া হচ্ছে না। আরও একটা মরশুম বার্সেলোনাতেই খেলতে হতে পারে এই আর্জেন্টাইন তারকাকে। মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্ক খারাপ হওয়ার পর থেকেই মেসির বার্সা ছাড়ার নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়েছিল বিশ্ব ফুটবলে। সঙ্গে সঙ্গে ইউরোপের বড় বড় ক্লাবগুলি মেসিকে নিজেদের দলে টানতে মরিয়া হয়ে উঠেছিল। একের পর এক ইউরোপের বড় বড় ক্লাবগুলি মেসির বাবার সঙ্গে এই নিয়ে কথাবার্তাও বলতে শুরু করে দিয়েছিল। তবে শেষ পর্যন্ত মেসির বার্সা ছাড়া হচ্ছে না। কারণ এখনও এক বছর মেসির সঙ্গে চুক্তি রয়েছে বার্সেলোনার। মেসি চুক্তি ভেঙ্গে বার্সেলোনা ক্লাব ছাড়তে চাইলেও ক্লাব কর্তৃপক্ষকে মেসিকে ছাড়তে চাইছে না।

বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে মেসির বাবা নিজে এই নিয়ে মিটিং করেন। সেখানেই ক্লাব কর্তৃপক্ষ মেসির বাবাকে জানিয়ে দিয়েছে, মেসিকে কোনভাবেই তারা ছাড়তে চাই না। যদি মেসি ক্লাব ছাড়তে চাই তাহলে 700 মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দিয়েই মেসিকে নিয়ে যেতে হবে। সেই কারণেই মনে করা হচ্ছে চুক্তি অনুযায়ী আরও এক বছর কাতালান ক্লাবের হয়েই খেলতে হবে মেসিকে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর