অবশেষে #MeToo অভিযোগে ক্লিনচিট পেলেন অভিনেতা

বাংলা হান্ট ডেস্ক : নানা পাটেকরের বিরুদ্ধে কর্মক্ষেত্রে প্রাক্তন অভিনেত্রী তনুশ্রী দত্তর যৌন হেনস্থার অভিযোগ দিয়েই বলিউডে #MeToo মুভমেন্ট শুরু হয়েছিল। তনুশ্রীর অভিযোগ ছিল, ‘হর্ন ওকে প্লিজ’ ছবির একটি গানের শ্যুটিংয়ের সময় নানা পাটেকর তাঁর গায়ে আপত্তিকরভাবে স্পর্শ করার চেষ্টা করেন। এরপর তিনি নানা পাটেকরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে অস্বীকার করেন এবং শ্যুটিং সেট ছেড়ে বেরিয়ে যান। গত ৭ মাস আগেই এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়।

জানা গেছে ঘটনার পর নাকি কিছু বিশেষ রাজনৈতিক দলের গুণ্ডাদের দিয়ে তাঁর গাড়িতে নানা পাটেকর ভাঙচুর করেন।তদন্ত শুরু করে মুম্বইয়ের ওশিওয়ারা থানা। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে তনুশ্রীর দাবি ছিল, নানাকে বয়কট করা হোক।অবশেষে নানার বিরুদ্ধে আনা তনুশ্রী অভিযোগের ভিত্তিতে উপযুক্ত কোনও তথ্যপ্রমাণ না পেয়ে শেষপর্যন্ত অভিনেতাকে ক্লিন চিট দিয়েছে পুলিস।

   

51217 screenshot 20190613 181733তাঁর বিরুদ্ধে চলা মামলা তুলে নেওয়া হয়েছে। এদিকে তনুশ্রী দত্তর আইনজীবী এবিষয়ে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন তারা এখনই আশা হারাচ্ছেন না।

সম্পর্কিত খবর