ডিভিলিয়ার্সের বদলি খুঁজে পেলো RCB! IPL 2023-এর আগে দলে এলেন এই মারকুটে ব্যাটার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএল (IPL 2023) আরম্ভ হতে বাকি আর মাত্র ১৩ দিন। তিন বছর পর আবার সম্পূর্ণ স্বাভাবিকভাবে আয়োজিত হতে চলেছে টুর্নামেন্টটি। প্রতিটি দল এবার আবার তাদের নিজ নিজ ভক্তদের সামনে ভরা স্টেডিয়ামে পারফরম্যান্স করার সুযোগ পাবে। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ক্রিকেটাররা। কিন্তু এর মধ্যে একটি বিপত্তির মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)।

এবি ডিভিলিয়ার্স আইপিএলের কেরিয়ার থেকে অবসর নেওয়ার পর ইংল্যান্ডের মারকুটে ব‍্যাটার ওইল জ্যাকসকে দলে নিয়েছিল আরসিবি। কিন্তু তিনি চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। এই কথা অফিসিয়াল ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে আইপিএল ফ্র‍্যাঞ্চাইজির তরফ থেকে। কিন্তু তার বদলে কাকে দলে নেওয়া হবে সেই নিয়ে চিন্তায় ছিলেন আরসিবি ভক্তরা।

এবার তার বদলে নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার মিচেল ব্রেসওয়েলকে (Michael Bracewell) সই করালো তারা। নিউজিল্যান্ডের এই ক্রিকেটার আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি প্রয়োজনে স্পিন বোলিংও করে দিতে পারবেন। এমন একজন তারকা অলরাউন্ডারে দলে আশায় বিরাট কোহলির কিছুটা নিশ্চিন্ত হয়েই মাঠে নামতে পারবেন।

bracewell

মজার ব্যাপার হলো চলতি বছরের একদম শুরুর দিকে নিউজিল্যান্ডের ভারত সফরে এসে সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে গিয়েছেন ব্রেসওয়েল। তার আগ্রাসি ব্যাটিং দেখে রীতিমত মুগ্ধ হয়ে গিয়েছিলেন স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। বাঁ-হাতি ব্যাটার আসন্ন আইপিএলেও নিজের এই ফর্ম বজায় রাখবেন বলে আশা করছেন সকলে।

ব্রেসওয়েল দেশের হয়ে ১৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এবং ১১৩ রান করেছেন। তার পাশাপাশি বল হাতে তিনি ২১ উইকেট নিয়েছেন। তিনি ১ কোটি টাকা বেস প্রাইসের বিনিময়ে আরসিবিতে যোগ দেবেন। আরসিবি আসন্ন ২রা এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাদের আইপিএল অভিযান শুরু করবে। ২০১৯ সালের পর এটি ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে তাদের প্রথম ম্যাচ হবে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর