জাতিসংঘে কাশ্মীর ও আসাম প্রসঙ্গে অস্বস্তিতে ভারত

বাংলাহান্ট ডেস্ক: আজ জেনিভায় জাতিসংঘের বৈঠকের শুরুতেই কাশ্মীর নিয়ে অস্বস্তিতে পড়ল ভারত।
জাতিসংঘের মানবাধিকার কমিশনের মিশেল ব্যাচেলেট বৈঠকের শুরুতেই নরেন্দ্র মোদীকে কাশ্মীর প্রসঙ্গে জর্জরিত করলেন।

images 42

জাতিসংঘের বৈঠকে মানবাধিকার কমিশনের মিশেল ব্যাচেলেট ৪২ তম সেশন এর ভাষণে ভারতের কাছে অনুরোধ জানায় কাশ্মিরিদের তাদের প্রাপ্য অধিকার দিতে। এছাড়াও এনআরসির চূড়ান্ত তালিকায় বাদ যাওয়া নাগরিকদের যাতে দেশ ছাড়তে না হয় এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেন।

মানবাধিকার কমিশনের মিশেল ব্যাচেলেট মোদিকে বলেন, ‘ আমরা কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার দুদিকেই মানবাধিকার লঙ্ঘনের খবর পাচ্ছি। সম্প্রতি ভারত সরকার কাশ্মীরে ইন্টারনেট যোগাযোগ ও শান্তিপূর্ণ সমাবেশ নিষিদ্ধ করেছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের আটক করা হয়েছে।’

images 41

মিশেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আরো বলেন, ‘ভারত ও পাকিস্তান সরকারকে কাশ্মীরের মানবাধিকার রক্ষার আর্জি জানিয়েছি আমরা। এখন বিশেষত ভারতের কথাই বলতে চাই, আমার অনুরোধ কাশ্মিরে কারফিউ তুলে নিক দিল্লি। মানুষকে ন্যূনতম পরিষেবা পাওয়ার সুযোগ দেওয়া হোক। যাদের আটক করা হয়েছে তাদের ক্ষেত্রে আইন মেনে চলতে হবে।’

মিশেল নরেন্দ্র মোদিকে বলেন, ‘ কাশ্মীর নিয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সেখানকার বাসিন্দাদের শামিল করতে হবে।’

এছাড়াও মানবাধিকার কমিশনের মিশেল ব্যাচেলেট আসামের এনআরসি প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোদিকে বলেন, ‘এনআরসির চূড়ান্ত তালিকায় হাজার ১৯ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। ফলে প্রবল উদ্বেগ দেখা দিয়েছে।’

সম্পর্কিত খবর