বাজল মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের গান, লকডাউন মেনেই রবীন্দ্রজয়ন্তী পালন বিধাননগর সিটি পুলিসের

বাংলাহান্ট ডেস্ক: আজ ২৫শে বৈশাখ, বাঙালির রবিঠাকুরের (rabindranath tagore) জন্মদিন। অন‍্যান‍্য বছরে এই সময়ে চিত্রটা সম্পূর্ণ আলাদা থাকে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। বসে গুণীজনদের নৃত‍্যগীতের আসর, গমগম করে রবীন্দ্রনাথের বাসভিটে। কিন্তু এ বছর সবকিছুই ছন্নছাড়া। ঠাকুরবাড়িতে নেই সেই চিরপরিচিত কোলাহল। কলকাতায় চলছে লকডাউন। অগত‍্যা বাড়ি বসেই রবিকে স্মরণ করছেন সংষ্কৃতিপ্রেমী বাঙালি।

IMG 20200508 WA0012
তবে সল্টলেকের চিত্রটা কিছুটা অন‍্যরকম। সেখানে সকাল থেকেই সাজো সাজো রব। মালা দিয়ে সাজানো হয়েছে রবীন্দ্রনাথের ছবি। উপস্থিত সাদা পোশাকে পুলিসকর্মীরাও। বিধান নগর সিটি পুলিসের উদ‍্যোগেই সল্টলেক, রাজারহাট, বাগুইআটির বিস্তীর্ণ অঞ্চলে আয়োজন করা হয় কবিপ্রণামের।

PicsArt 05 08 05.44.16
রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল‍্যদান করে শ্রদ্ধা জানান বিধান নগর সিটি পুলিসের কয়েকজন উচ্চপদস্থ অফিসার। মিলিত ভাবে রবীন্দ্রসঙ্গীত গাইতে দেখা যায় পুলিসকর্মীদের।পাশাপাশি বাজানো হয় মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের লেখা ও ইন্দ্রনীল সেনের সুর দেওয়া করোনা সচেতনতামূলক গানও। সবটাই হয় লকডাউনের নিয়ম মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে।

কবিপ্রণামে রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের করোনা সচেতনতামূলক গানও বাজাতে হবে, এই মর্মে আগেই কলকাতা পুলিস ও সব জেলার পুলিস সুপার এবং থানাগুলিকে নির্দেশিকা পাঠিয়েছিলেন রাজ‍্যের এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিংহ।

সমস্ত অনুষ্ঠানই করতে হবে লকডাউনের নিয়ম মেনে। কোনও জমায়েতও করা যাবে না বলে জানানো হয়েছিল নির্দেশিকায়। সেই মতোই পালন হয় সব অনুষ্ঠান। এদিন পুলিসের তরফে সকলকে লকডাউন মেনে চলার আবেদন জানানো হয়।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর