রাজস্থানে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার ‘ফ্লাইং কফিন’ মিগ-২১! মৃত ২ পাইলট

বাংলাহান্ট ডেস্ক : আবারও দুর্ঘটনার কবলে মিগ যুদ্ধ বিমান। রাজস্থানের (Rajasthan) বারমেরের ভিমরার কাছে ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধ বিমান (indian fighter jet) মিগ ২১ বাইসন(MiG 21 Bison)। জানা যাচ্ছে, ভিমরার বাইতু থানার ভিমদা গ্রামে যে এলাকায় বিমানটি ভেঙে পড়েছে সেখানে প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে বিমানের ধ্বংসাবশেষ। ভেঙে পড়ার পরই আগুন ধরে যায় বিমানটিতে।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ এই মর্মান্তিক বিমান দুর্ঘটনাটি ঘটে। বায়ুসেনার পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয় রাজস্থানের উটারলাই বিমানবন্দর থেকে ওড়ে বিমানটি। এরপর রাত ৯টা ১০ মিনিট নাগাদ আচমকাই দুর্ঘটনাগ্রস্ত হয় সেটি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। অকুস্থলে পৌঁছে গেছেন জেলা কালেক্টর, পুলিশ সুপার এবং বায়ুসেনার আধিকারিকরাও। তবে শেষ পর্যন্ত দুই পাইলটের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটনা তা এখনও পর্যন্ত জানা যায়নি। এর আগে ২০২১ সালে বারমেরে আরও একটি মিগ-২১ যুদ্ধ বিমান ভেঙে পড়ে। জানা যাচ্ছে এবার যে বিমানটি ভেঙে পড়েছে সেটি পাইলটদের ট্রেনিংয়ের জন্য ব্যবহৃত হতো।

এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি ট্যুইটারে লিখেন, ‘রাজস্থানের বারমেরের কাছে ভারতীয় বায়ুসেনার মিগ-২১ বিমানের দুর্ঘটনায় সেনার দুই যোদ্ধার আকস্মিক প্রয়াণে আমরা মর্মাহত। দেশের প্রতি তাঁদের অবদান কখনওই ভোলার নয়। এই শোকের সময়ে তাঁদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল।’

ভারতে মিগ সিরিজের বিমান ভেঙে পড়ার ঘটনা নতুন কিছু নয়। ‘ফ্লাইং কফিন’ তকমা পাওয়া এই বিমান চালাতে গিয়ে মৃত্যু হয়েছে বহু দক্ষ পাইলটেরও। যান্ত্রিক ত্রুটির কারনেই ভেঙে পড়ার ইতিহাস রয়েছে বিমানগুলির। তবু বায়ুসেনায় নবাগত পাইলট দের দেশের অন্যতম পুরনো এই বিমানগুলিতে উড়ান প্রশিক্ষণ দেওয়া হয়। এই নিয়ে একাধিকবার বিতর্ক রয়েছে। এর আগেও মিগ বিমান দুর্ঘটনায় নিহত সেনাকর্মীদের পরিবারের পক্ষ থেকে অনেকবারই আবেদন জানানো হয়েছে, এই ধরনের দুর্ঘটনা-প্রবণ বিমানগুলিকে যেন আর বায়ুসেনায় রাখা না হয়।

২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের জয়সালমিরের কাছে ভারতীয় বায়ুসেনার একটি মিগ-২১ যুদ্ধবিমান ভেঙে পড়ে। এই দুর্ঘটনাতে মৃত্যু হয় পাইলট হর্ষিত সিনহার। প্রত্যক্ষদর্শীরা জানান, মাঝ আকাশেই আগুন লেগে যায় বিমানটিতে। এবার ফের সেই রাজস্থানেই আবারও ভেঙে পড়ল যুদ্ধ বিমান। এদিকে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় বায়ু সেনার জওয়ানদের মধ্যেও।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর