পাকিস্তান সীমান্তের কাছে রাজস্থানে মাঝ আকাশে ভেঙ্গে পড়ল মিগ-২১ যুদ্ধবিমান, সুরক্ষিত পাইলট

বাংলাহান্ট ডেস্কঃ ট্রেনিং চলাকালীন মাঝ আকাশে ভেঙ্গে পড়ল একটি মিগ-২১ যুদ্ধবিমান (mig-21 aircraft)। রাজস্থানের (rajasthan) সুরাটগড়ের কাছে ভেঙ্গে পড়ে বায়ুসেনার এই শক্তিশালী যুদ্ধবিমান। মঙ্গলবার ৮ টা বেজে ১৫ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। তবে এখানে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। পাইলট অক্ষত রয়েছেন।

ওয়েস্টার্ন সেক্টরে ট্রেনিং চলাকালীন যুদ্ধের মহড়া দেওয়ার সময়ই এই দুর্ঘটনা ঘটে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু ঠিক কিভাবে ঘটল এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে ট্যুইট করে জানিয়েছে, ট্রেনিং চলাকালীন ওয়েস্টার্ন সেক্টরে ভেঙ্গে পড়ে যুদ্ধবিমান মিগ-২১ বাইসন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কোন যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে পাইলট অক্ষত রয়েছেন। তিনি সুরক্ষিত ভাবেই বিমান থেকে বেরিয়ে আসতে পেরেছেন। দুর্ঘটনার আসল কারণ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর