বিহারে পরিযায়ী শ্রমিকরা বিস্কুটের জন্য করল হাতাহাতি, ভাইরাল ভিডিও নিয়ে মুখর বলিউড

বাংলাহান্ট ডেস্কঃ পরিযায়ী শ্রমিকদের একি অসহায় অবস্থা। যা দেখে সত্যি চোখে জল রাখা যাচ্ছে না। সামান্য বিস্কুট যা নিয়ে স্টেশন চত্বরে মারামারি চলছে। এমনই একটি ভিডিও (video) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল(viral) হল। অভিবাসী শ্রমিকদের তাদের বাড়িতে ফিরিয়ে আনতে মরিয়া রাজ্য সরকার। আবার সেখানেই অনেক অভিবাসী শ্রমিক রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু শ্রমিকদের দুর্দশার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যার মধ্যে কিছু লোককে কাটিহার স্টেশনে বিস্কুট নিয়ে হাতাহাতি করছে।

corona 2004110303 20200412014705

বিহারের (Bihar) কাটিহার (katihar) রেলস্টেশনের এই ভিডিওটি শেয়ার করেছেন বলিউড পরিচালক ওনির। তিনি লিখেছেন, ‘স্বনির্ভর ভারত’। এই ভিডিওটিতে প্রচুর লোক লাইক দিয়েছে। আবার অনেকে এই ভিডিও টি শেয়ারো করেছেন।  এই ভিডিওটি দেখে অনেক কিছু শেখার আছে। বিহারে পরিযায়ী শ্রমিকরা বিস্কুটের জন্য করল হাতাহাতি, ভাইরাল ভিডিও নিয়ে মুখর বলিউড।

একই সময়ে, করোনভাইরাসগুলির ক্রমবর্ধমান কেসগুলি বিবেচনা করে দেশে লকডাউন চতুথ দফায় অব্যাহত থাকবে। বৃহস্পতিবার, ভারতে সংক্রামিত মোট কোভিড -১৯ এর সংখ্যা ৭৮,০০৩ জন। স্বাস্থ্য দ্বারা প্রকাশিত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসজনিত কারণে ২৫৪৯ জন মারা গেছে এবং সংক্রামিতের সংখ্যা ৭৮,০০৩ জনে এসে পৌঁছেছে।

সম্পর্কিত খবর