দুধের থেকে ১০ গুন বেশি দামে বিক্রি হচ্ছে গো-মূত্র, ৫০০ টাকা কেজি বিক্রি হচ্ছে গোবর

সমগ্র বিশ্বে এখনও অবধি করোনাতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন প্রায় ৭ হাজার মানুষ। চীনের পর ইরানে এই রোগ সর্বাধিক বিস্তার লাভ করেছে। ইরানে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭ হাজারের বেশি মানুষ এবং মারা গিয়েছেন প্রায় ৭০০ জন। ভারতে এই রোগ এখন দ্বিতীয় পর্যায়ে রয়েছে।বিশ্ব জুড়ে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মৃত্যুও হয়েছে বহু জনের। সেই তালিকা থেকে বাদ যায়নি ভারতের (india) নামও। এখন পর্যন্ত করোনা সংক্রামণে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের, আক্রান্তের সংখ্যা ১২৫ ছাড়িয়েছে।

করোনা সংক্রমণ ঠেকাতে বাড়তি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল, পর্যটনকেন্দ্র। এই করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে স্বস্তির খবর, ইতিমধ্যে ভারতে সেরে উঠেছেন ১৪ জন করোনা আক্রান্ত রোগী। যেভাবে এই রোগ দ্রুত বিস্তার লাভ করছে, তাতে তৃতীয় পর্যায়ে গেলে তা আর সামলানোর পর্যায়ে থাকবে না বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশ্বে ১০০ টির বেশী দেশে পৌঁছেছে করোনা ।ভারতে করোনার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য গরু মূত্র ৫০০ টাকা এবং গোবর ৫০০’টাকায় বিক্রি হচ্ছে।এনএইচ ১৯ এ অবস্থিত  এই দোকান রাস্তাটি দিল্লি এবং কলকাতাকে সংযুক্ত করে বলে এই কিক্রয়কারি অনেক লাভ করেছে।

তিনি প্রতি লিটার গরু মূত্র বিক্রি করছেন ৫০০ টাকা এবং গোবর ৫০০ টাকা, এভাবে ইতিমধ্যে এসব বিক্রি করে প্রচুর উপকৃতও হ‍্যেছেন তিনি । ওই দুধ বিক্রেতা জানিয়েছেন যে তিনি পশ্চিমবঙ্গ রাজধানী থেকে ২০ কিলোমিটার দূরে রাস্তার পাশে একটি দোকান স্থাপন করেছেন, যেখানে তিনি গো-মূত্র এবং গোবর বিক্রি করেন। ওই বিক্রেতা মাবুদ আলী টেবিলের উপরে একটি পোস্টারে লিখেছেন যে “গরুর প্রস্রাব পান করুন এবং করোনার ভাইরাস এড়ান”।  আর ইতিমধ্যে এই রোগের প্রভাবে মানুষ আতঙ্কিত হয়ে গোমূত্র পান করছেন।

সম্পর্কিত খবর