অবসরে সহকর্মীদের সাথে ক্যারাম খেললেন মিমি

বাংলাহান্ট– মিমি চক্রবর্তী বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় অভিনেত্রী। অভিনেত্রী হবার পাশাপাশি ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যাদবপুরের মত হেভিওয়েট কেন্দ্র থেকে জয় পেয়ে পার্লামেন্টের সদস্য হয়েছিলেন। ভোটযুদ্ধে তিনি হারিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য-এর মত অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে। পার্লামেণ্ট ও অভিনয় জীবন মিলিয়ে মিমির জীবন ব্যস্ততায় ভরা, আর এই প্রতিদিনের ব্যস্ত জীবন থেকেই খানিকটা সময় তিনি কাটালেন সহকর্মীদের সাথে ক্যারাম খেলে। সেখানে তিনি অভিনেত্রী বা সাংসদ নন কেবলই বন্ধু।

মিমির জন্ম জলপাইগুড়িতে হলেও তার শৈশব কেটেছে অরুনাচল প্রদেশের তিরাপ জেলার দেওমালি শহরে।

পরবর্তীকালে পৈতৃক বাসভবনে ফিরে এসে মিমি জলপাইগুড়িতে তার বিদ্যালয় জীবন শেষ করে মিমি কলকাতায় আসেন এবং ২০০৬ সালে ইংরেজিতে স্নাতক হন।মিমি ফেমিনা মিস্‌ ইন্ডিয়াতে অংশগ্রহণ করেছেন। তার অভিনয়ের শুরু চ্যাম্পিয়ন ছবিতে গৌণ ভূমিকায়, পরবর্তিকালে গানের ওপারে ধারাবাহিক খ্যাতি তাকে আলোয় এনে দেয়। গানের ওপারে মূলত দুই শিল্পীঃ বোহেমিয়ান গোরা ও পুপের রবীন্দ্রনাথের গানের প্রতি ভালবাসা ও নানা বিষয় নিয়ে তৈরি হয়। প্রসেনজিত চট্টোপাধ্যায়ের প্রোডাকশনস্‌ হাউজ আইডিয়াস ক্রিয়েশনস্‌ -এর প্রযোজনায় নির্মিত এ ধারাবাহিক প্রচারিত হয়েছিল স্টার জলসায়।

মিমি ‘পুপে’ চরিত্রে অভিনয় করেন। এ ধারাবাহিকে তাকে বিভিন্ন রবীন্দ্রসংগীত গাইতে দেখা যায়। বিভিন্ন স্থানে তার অভিনয় সত্যিই চমৎকার ছিল এবং সকলের প্রশংসাও অর্জন করে।গানের ওপারের চিত্রনাট্য লেখে বিখ্যাত চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ।

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ ধারাবাহিক নির্মিত হয়েছিল।৭ই ডিসেম্বর, ২০১২ তারিখে মুক্তিপ্রাপ্ত বাপি বাড়ি যা চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয়ের যাত্রা শুরু। বাপি বাড়ি যা চলচ্চিত্রে মিমি ‘দোলা’ চরিত্রে অভিনয় করেন। আইডিয়াস ক্রিয়েশনস্‌ – ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্র মিমির বিপরীতে ছিলেন সব্যসাচী চক্রবর্তী-এর ছেলে অর্জুন চক্রবর্তী।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর