আমফান কবলিত নিজের সাংসদ এলাকা পরিদর্শনে তৃণমূল সাংসদ মিমি, তুলে দিলেন খাবার ও জল

বাংলাহান্ট ডেস্ক: আর ঘরবন্দি নয়। এবার রাস্তায় নেমে নিজের সাংসদ এলাকা যাদবপুর, পাটুলি, গড়িয়া অঞ্চলে আমফান (amphan) পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে নামলেন তৃণমূল (tmc) সাংসদ মিমি চক্রবর্তী (mimi chakraborty)। রাস্তায় গাছ কেটে সরানোর কাজে ব‍্যস্ত মানুষদের জন‍্য এগিয়ে দিলেন বিস্কুট, জল।
সম্প্রতি আমফান পরবর্তী ক্ষয়ক্ষতির পরিমাণ পর্যবেক্ষণে নিজের সাংসদ এলাকা যাদবপুর, গড়িয়া, পাটুলি, গল্ফগ্রীনের বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন মিমি। সেখানকার বাসিন্দাদের সঙ্গে তিনি কথা বলেন, মনোবল বাড়ান তাদের। রাস্তায় পড়ে থাকা ঝড়ে উপড়ে পড়া গাছ সরাতে যারা প্রায় ৪৮ ঘন্টা ধরে পরিশ্রম করছেন তাদের জন‍্য বিস্কুট, জল, গ্লুকোজের ব‍্যবস্থাও করেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/CApv-l8hRxB/?igshid=1xw1yl2et9ars

   

https://www.instagram.com/p/CApYs-ShQOr/?igshid=kjh49364tz0b

https://www.instagram.com/p/CApuwwBB_PZ/?igshid=6pqhhk25bugr

এর আগে আমফানের ফলে বিপর্যস্ত মানুষজনের পাশে দাঁড়াতে বারুইপুর, সোনারপুর, ভাঙ্গর এলাকা পর্যবেক্ষণে যান মিমি। সেখানকার মানুষজনের দুর্দশার কথা শুনে তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন সাংসদ অভিনেত্রী। চাল, ডাল, তেল, নুন সহ নিত‍্য প্রয়োজনীয় খাদ‍্য সামগ্রীও মানুষের হাতে তুলে দেন তিনি।

https://www.instagram.com/p/CAfoHCOBlSN/?igshid=1qmp7bg4hz6ep

গত বুধবার প্রবল ঘূর্ণীঝড় আমফান প্রত‍্যক্ষ করে রাজ‍্যবাসী। আমফানের দাপটে কার্যত ধ্বংস হয়ে গিয়েছে কলকাতা ও দুই চব্বিশ পরগণা। কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ ঘরছাড়া, ধূলিসাৎ হয়ে গিয়েছে লক্ষ লক্ষ কাঁচা বাড়ি। গাছ উপড়ে পড়ে বহু জায়গায় রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। এখনও অনেক জায়গাতেই বন্ধ রয়েছে বিদ‍্যুৎ ও জলের পরিষেবা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর