Mir Afsar Ali: ‘কিছু মানুষের শিক্ষা হওয়া দরকার’, শিক্ষক দিবসে কাদের কটাক্ষ শানালেন মীর!

বাংলাহান্ট ডেস্ক : শিক্ষক দিবসে শিক্ষা হওয়ার বার্তা দিলেন মীর আফসার আলি (Mir Afsar Ali)। বিভিন্ন রাজনৈতিক থেকে সামাজিক বিষয় নিয়ে নিজের মতো করে মতামত প্রকাশ করতে দেখা যায় তাঁকে। বিগত বেশ কয়েকদিন ধরেই আরজিকর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। প্রতীকী মেরুদণ্ড নিয়ে মিছিল করে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তাঁরই পদত্যাগ পত্র দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এবার সোশ্যাল মিডিয়ায় শিক্ষক দিবসের পোস্ট করে নতুন করে বিতর্ক উসকে দিলেন মীর (Mir Afsar Ali)।

শিক্ষক দিবসে বিশেষ পোস্ট মীরের (Mir Afsar Ali)

সোশ্যাল মিডিয়ায় নিজের গপ্পো মীরের (Mir Afsar Ali) ঠেক এর একটি পোস্টার শেয়ার করেছেন মীর (Mir Afsar Ali)। সেখানে লেখা, ‘কিছু লোকের শিক্ষা হওয়া দরকার’। ক্যাপশনে মীর লিখেছেন, ‘হ্যাপি টিচার্স ডে’। এই পোস্টে নানান মন্তব্য করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘অশিক্ষাতে ভরে গিয়েছে শহর’। আরেকজন লিখেছেন, ‘এরা যত বেশি পড়ে, তত বেশি জানে, তত কম মানে, তবে এখন কী প্রতিকার? না হীরকরাজের শিক্ষামন্ত্রী তো বলেইছিলেন, হিতাহিতের বিচার করেন কে? করেন হীরকরাজ’।

   

আরো পড়ুন : Protest: আন্দোলন দমাতে গরম জল ঢালার দাওয়াই! অভিনেত্রীকে থুতু দিলেন বাঙালি নায়িকা!

আরজিকর কাণ্ডে প্রতিবাদ মিছিল

আরজিকর কাণ্ড নাড়া দিয়েছে সমগ্র রাজ্যের মানুষকে। তীব্র হয়েছে প্রতিবাদের স্বর। তিলোত্তমার জন্য ন্যায় বিচারের দাবিতে রাজপথ দখল করছেন অসংখ্য মানুষ। জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রতিবাদে পা মিলিয়েছেন বিভিন্ন পেশার, বিভিন্ন বয়সের মানুষরা। দিনভর প্রতিবাদে সোচ্চার হওয়ার পর রাতেও আন্দোলনে সামিল হচ্ছেন অনেকেই।

আরো পড়ুন : Dev: ‘মেয়েদের বাঁচাতে না পারলে কন্যাশ্রী-রূপশ্রীর কোনো মানে নেই’, আরজিকর নিয়ে বিষ্ফোরক দেব

মিছিলে সামিল হন মীর

শুধু সাধারণ মানুষ নন, পথে নামছেন তারকারাও। মীর (Mir Afsar Ali) নিজেও একাধিক বার হেঁটেছেন প্রতিবাদ মিছিলে। ৪ ঠা সেপ্টেম্বর রাত দখলের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মীর। সেখান থেকে একগুচ্ছ ছবি, ভিডিও শেয়ার করেছেন তিনি। শুধু মীর (Mir Afsar Ali) নন, এই রাতে মিছিলে যোগ দিতে দেখা গিয়েছিল তনুশ্রী চক্রবর্তী, রুকমা রায়ের মতো অভিনেত্রীরাও।

Mir Afsar Ali

প্রসঙ্গত, ১৪ ই অগাস্টের পর বুধবার রাতে ফের দেওয়া হয়েছিল রাত দখলের ডাক। উপরন্তু জুনিয়র চিকিৎসকরা আর্জি জানিয়েছিলেন, তিলোত্তমার জন্য বিচারের দাবিতে রাত নটা থেকে দশটা ঘরের আলো নিভিয়ে মোমবাতি হাতে পথে নেমে আসার। সেই ডাকে সাড়া দিয়ে গোটা রাজ্যের লক্ষ লক্ষ মানুষ যোগ দিয়েছিলেন এই কর্মসূচিতে।

Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর