খোলা পিঠে উল্কি দেখিয়ে ভাইরাল বঙ্গতনয়া

বাংলাহান্ট ডেস্ক: বাংলা টেলিভিশন জগতের বেশ জনপ্রিয় মুখ মিশমি দাস। খুব বেশি দিন হয়নি অভিনয় জগতে পা রেখেছেন তিনি। ইতিমধ্যেই তাঁর মিষ্টি হাসি ও অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন মিশমি। তবে শুধু ধারাবাহিকে নয়। সোশ্যাল মিডিয়াতেও নিজের আধিপত্য বিস্তার করেছেন তিনি। তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ারের সংখ্যা প্রায় তিরিশ লক্ষ। সম্প্রতি তাঁর একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। খোলা পিঠে করা ট্যাটুর ছবি দেখিয়েছেন মিশমি।

https://www.instagram.com/p/B6SOeL-nNO3/?utm_source=ig_web_copy_link

ছবিতে দেখা যাচ্ছে, সাত সাতটি চক্র উল্কি আঁকা রয়েছে মিশমির পিঠে। ইতিমধ্যেই কুড়িহাজারের বেশি লাইক পড়ে গিয়েছে এই ছবিতে। নেটিজেনদের একাংশ প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন মিশমিকে। আবার একাংশ এইভাবে ছবি দেওয়ার জন্য সমালোচনাও করছেন অভিনেত্রীর।

https://www.instagram.com/p/B5z8j45HYni/?utm_source=ig_web_copy_link

তবে মিশমির সহ অভিনেত্রী ও বন্ধুরা সাধুবাদই জানাচ্ছেন তাঁকে এই সাহসের জন্য। আরেক জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা কমেন্টে মিশমিকে জিজ্ঞেস করেছেন, ট্যাটু করাতে গিয়ে ব্যথা লাগেনি? উত্তরে মিশমি জানিয়েছেন, পিঠের উপরের দিকের গুলো করাতে বেশ লেগেছে। কিন্তু ব্যথা সহ্য না করলে এই সুন্দর ট্যাটুগুলোও তাঁর করা হত না।

41696542 758343377845562 5711737454873018368 n

প্রসঙ্গত, ম্যাগাজিন দিয়ে নিজের অভিনয়ে পথচলা শুরু করেন মিশমি। অবশ্য তিনি কোনওদিনই ভাবেননি অভিনয় তাঁর পেশা হবে। বরঞ্চ চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়া ছিল তাঁর স্বপ্ন। এই মুহূর্তে ‘জিয়নকাঠি’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। এছাড়াও ‘বুড়ো সাধু’ ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছিল মিশমিকে।


Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর