নিখোঁজ নুসরত! তৃণমূল সাংসদের খোঁজে পোস্টার পড়ল বসিরহাটে

বাংলাহান্ট ডেস্ক: তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan) নাকি নিখোঁজ! খোঁজ পাওয়া যাচ্ছে না তাঁর। তাই সন্ধান চেয়ে সাংসদের নামে পোস্টার পড়ল বসিরহাটে। সেকি! এই তো দিব‍্যি সোশ‍্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন তিনি। ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করছিলেন। হঠাৎ করে কোথায় গেলেন নুসরত?

ব‍্যাপারটা কী? সোমবার উত্তর ২৪ পরগণার হাড়োয়া বিধানসভা এলাকার চাঁপাতলা পঞ্চায়েত এলাকায় পোস্টার পড়েছে সাংসদ অভিনেত্রী নুসরতের নামে। সবগুলির বক্তব‍্য একই। ‘বসিরহাটের সাংসদ নুসরত জাহান নিখোঁজ। সন্ধান চাই।’ তফাত শুধু এক জায়গায়। কোনো পোস্টারের নীচে লেখা, ‘সাধারণ জনগণ’, কোনোটায় আবার ‘প্রতারিত জনগণ’।

Nusrat 4 1
এই এলাকাটি বসিরহাট লোকসভার অন্তর্গত। পোস্টার বিতর্ক নিয়ে চাঁপাতলা পঞ্চায়েত প্রধান হুমায়ুন রেজা চৌধুরীর দাবি, এর আগে ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত যিনি সাংসদ ছিলেন তাঁকে এলাকাবাসীন আপদে বিপদে পাওয়া যেত। কিন্তু বর্তমান সাংসদ নুসরত জাহানকে পাওয়াই যায় না। সেই ক্ষোভ থেকেই হয়তো এলাকার মানুষই পোস্টারগুলি দিয়েছে। তবে সেইসব পোস্টার তিনি ছিঁড়ে ফেলেছেন বলেও জানান পঞ্চায়েত প্রধান।

বিষয়টি নিয়ে বিরোধীদের কটাক্ষ, নুসরত টিকটক আর ব‍্যক্তিগত জীবন নিয়েই ব‍্যস্ত‍। সেসবের পাশাপাশি সাংসদের দায়িত্ব টুকুও পালন করুন অভিনেত্রী। এমনকি সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্বও ক্ষোভ প্রকাশ করেছেন নুসরতকে নিয়ে।

Nusrat Jahan tmc

দীর্ঘ করোনা কালে সাংসদকে দেখা যায়নি। এমনকি আমফানে এলাকার মানুষের দুর্ভোগের সময়ও নাকি পাওয়া যায়নি তাঁকে। শুধু সময়ে সময়ে প্রচারে আসেন নুসরত বলে অভিযোগ সবুজ শিবিরের একাংশের। যদিও সাংসদের ঘনিষ্ঠ কিছুজনের দাবি, সবটাই বিরোধীদের রটনা। সাংসদ স্থানীয় নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেন। যদিও পোস্টার বিতর্কে নুসরতের এখনো মুখে কুলুপ।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর