পঞ্চায়েত ভোটের পূর্বে বিজেপির তুরুপের ‘তাস’ মিঠুন! অনুব্রত গড়ে বাংলার ‘ঘরের ছেলে’, আগ্রহ তুঙ্গে

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত নির্বাচন আসন্ন আর তার পূর্বে বাংলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) মাত দিতে প্রস্তুত হচ্ছে ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party)। এক্ষেত্রে তাদের তুরুপের তাস হতে চলেছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সেই মতো এদিন বেলা বাড়তেই দমদম বিমানবন্দরে এসে পৌঁছেছেন স্টার অভিনেতা তথা বাংলার ‘ঘরের ছেলে’ মিঠুন। একাধিক কর্মসূচি থাকার পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী যে তিনি কাজ করতে চলেছেন, সে বিষয়ে এদিন উল্লেখ করেন বিজেপি নেতা।

উল্লেখ্য, আর কয়েক মাসের মধ্যেই গোটা বাংলা জুড়ে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এর পূর্বে একদিকে যখন নিজেদের ক্ষমতা ধরে রাখতে তৎপর তৃণমূল শিবির, আবার অপরদিকে শাসকদলকে মাত দিতে প্রস্তুত হচ্ছে বিজেপি নেতৃত্ব। এক্ষেত্রে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারদের ফ্রন্টে রেখে ঘুঁটি সাজিয়ে চলেছে তারা। তবে নির্বাচনে বিজেপির তরফে মূল আকর্ষণ যে মিঠুন চক্রবর্তী হতে চলেছেন, তা বলাবাহুল্য। আগামী ২৭ শে নভেম্বর অনুব্রত মণ্ডলের ‘গড়’ বোলপুরে সভা করতে চলেছেন মিঠুন, যা ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র।

বলে রাখা ভালো, গত বিধানসভা নির্বাচনে বিপুল পরিমাণ ভোটে পরাজয়ের পর থেকে একের পর এক ধাক্কা খেয়ে চলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এক্ষেত্রে একাধিক উপনির্বাচনে পরাজয়ের পাশাপাশি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন অনেকেই। তবে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ঘুরে দাঁড়াতে তৎপর তারা। এক্ষেত্রে বুথ স্তরের সংগঠন মজবুত করার দিকেই নজর রয়েছে বিজেপি নেতা মন্ত্রীদের।সেই কারণেই বর্তমানে তাদের তরফে তুরুপের তাস চলেছেন মিঠুন চক্রবর্তী। কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে সেই মত নির্দেশ দিয়েছেন বলেই খবর।

এদিন সকালে কলকাতা এসে পৌঁছেছেন মিঠুন চক্রবর্তী। আগামীকাল থেকে তাঁর একাধিক জেলা সফর শুরু হতে চলেছে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে ২৩ থেকে ২৬ শে নভেম্বর পর্যন্ত যথাক্রমে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং আসানসোলে দলীয় কার্যকর্তাদের সম্মেলনে যোগ দেবেন বিজেপির তারকা প্রচারক। এর পরের দিন অর্থাৎ ২৭ শে নভেম্বর অনুব্রত মণ্ডলের গড়ে উপস্থিত হবেন মিঠুন।

all india trinamool congress,Bharatiya Janata Party,panchayat election,anubrata mondal,mithun chakraborty,bolpur,birbhum

প্রসঙ্গত, বর্তমানে গরু পাচার মামলায় জেল হেফাজতে অনুব্রত মণ্ডল। এক্ষেত্রে অতীতের নির্বাচনগুলিতে অনুব্রতর নজরদারিতে বীরভূমের ভোট হয়ে এসেছে। তবে বর্তমানে তৃণমূলের সেই ‘প্রভাবশালী’ নেতা হেফাজতে থাকায় সেই সুযোগ কাজে লাগাতে চাইছে বিজেপি এবং এক্ষেত্রে মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতে পঞ্চায়েতের হাওয়া কোন দিকে ঘোরে, সেদিকে তাকিয়ে সকলে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর