বিজেপির মুখ বাংলার ভূমিপুত্রই! মিঠুন চক্রবর্তীকে নিয়ে বড়ো ইঙ্গিত দিলেন বিজেপি নেতা

বাংলাহান্ট ডেস্ক: একুশের বিধানসভা নির্বাচনে (election) লড়তে পারেন মিঠুন চক্রবর্তী (mithun chakraborty)। যেদিন থেকে তাঁর বিজেপিতে (bjp) যোগদানের সম্ভাবনা তৈরি হয় সেদিন থেকেই এই গুঞ্জন শোনা যাচ্ছিল। বিজেপিতে যোগ দিয়ে মিঠুন নিজেও ইঙ্গিত দিয়েছিলেন ভোটে লড়ার। এবার সেই জল্পনার আগুনে ঘি পড়ল।

বিজেপির হয়ে মিঠুনের নির্বাচনে লড়ার ইঙ্গিত আরো স্পষ্ট করেছেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, দল যদি চায় তাহলে ভোটে লড়ার জন‍্য মিঠুনকে রাজি করাতে তাঁর সঙ্গে কথা বলা হবে। তবে এর থেকে বেশি আর কিছুই স্পষ্ট করে বলেননি তিনি। অপরদিকে গেরুয়া শিবিরে যোগদানের পরেই Y+ ক‍্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে মিঠুনকে। এমন অবস্থায় মনে করখ হচ্ছে, আসন্ন নির্বাচনে বিজেপির মুখ হতে চলেছেন মিঠুনই।

mithun da
নরেন্দ্র মোদীর ব্রিগেড সভায় বিজেপিতে যোগ দিয়ে মিঠুন বলেন, “১৮ বছর বয়সে একটা স্বপ্ন দেখেছিলাম। গরিবদের জন্য কিছু করার স্বপ্ন দেখেছিলাম। আজ যেন সেই স্বপ্নটা আবার দেখতে পাচ্ছি। কেউ অধিকার ছিনিয়ে নিতে পারবেন না। আমার মতে, বাংলায় যাঁরা থাকেন, তাঁরা সবাই বাংলার মানুষ। মারব এখানে, লাশ পড়বে শ্মশানে চলবে। আমি জলঢোড়াও নই, বেলেবোরাও নই, আমি জাত গোখরো, এক ছোবলে ছবি। এবার এটাই হবে।”

উপরন্তু এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের মুখোমুখি হয়ে নিজেই নির্বাচনে লড়ার জল্পনা আরো উসকে দেন মিঠুন। এক সময়ে তৃণমূলের হয়ে সাংসদ পদে নির্বাচিত হয়েছিলেন তিনি। মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে ‘বোন’ বলেও সম্বোধন করতেন। এবার তিনি বলেন তৃণমূলে যোগ দেওয়াটা খারাপ সিদ্ধান্ত ছিল তাঁর। তবে তৃণমূলের ব‍্যাপারে কটু কথা তিনি বলতে চান না। সিনেমার মতো এবার বাস্তবেও কি ‘মিনিস্টার ফাটাকেষ্ট’কে দেখা যেতে পারে? জল্পনা একেবারে উড়িয়ে দেননি মিঠুন।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর