Mitron অ্যাপ ভারতে নয় তৈরি হয়েছিল পাকিস্তানে, চাঞ্চল্যকর তথ্য

বাংলাহান্ট ডেস্কঃ এক মাসেই ৫০ লাখ ডাউনলোড হওয়া mitron অ্যাপ ভারতে ( india) নয় তৈরি হয়েছিল পাকিস্তানে (pakistan), এমনই চাঞ্চল্যকর তথ্য জানা যাচ্ছে একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের খবরে।

জানা যাচ্ছে, এই অ্যাপ পাকিস্তানে তৈরি হবার পর মাত্র ৩৪ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ২৬০০ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। পাকিস্তানের Qboxus সফটওয়্যার কোম্পানি এই অ্যাপ তৈরি করেছে বলে দাবি করেছেন সংস্থার কর্ণধার ইরফান শেখ।

প্রসঙ্গত, ‘Mitron’ অ্যাপটি মোবাইল প্ল্যাটফর্মগুলিতে অসাধারণ সাফল্য পেয়েছে এবং তরুণ ভারতীয়দের মধ্যে এটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে এটি ভারতের দ্বিতীয় স্থানে থাকা অ্যান্ড্রয়েড অ্যাপ।

এই শর্ট ভিডিও প্ল্যাটফর্মটির গুগল প্লে স্টোরে একটি 4.7 স্টার রেটিং রয়েছে। অ্যাপটি আইআইটি রুরকির একজন শিক্ষার্থী তৈরি করেছেন যা চীনের টিকটকের মতোই কাজ করে। টিকটকের পড়তি বাজার ধরতে ইতিমধ্যেই সফল হয়েছে ‘মিত্র’।

https://www.instagram.com/p/CAg1pAxDBHg/?igshid=172bstmnqvqff

https://www.instagram.com/p/CAcQSaAH_vg/?igshid=1goatmc3fw5m2

টিকটক ( tiktok) ও ইউটিউব ( youtube) কে সেরা ? সেই নিয়ে নেটপাড়ায় জোর লড়াই অনেকদিনই। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় বরাবরই। এমনকি ইউটিউবের একচেটিয়া ব্যবসাতেও বেশ কিছুটা ভাগ বসিয়েছিল টিকটক। কিন্তু ভারতের জনপ্রিয় ইউটিউবার ক্যারিমিনাতি ও আমির সিদ্দিকির লড়াই এর কারনে, বহু নেটিজেন 1 স্টার রেটিং দিয়ে ভারতে অ্যাপটিতে নিষেধাজ্ঞার দাবি তুলেছে। টুইটারে #bantiktok হ্যাশট্যাগ ট্রেন্ডিং করছে।

https://www.instagram.com/p/CAeTHDJnSAd/?igshid=ffrcsgw10bfh

 

সম্পর্কিত খবর