সম্পত্তির পরিমাণ বেড়েছে ৩১৩%! নেতার কোটি কোটি টাকার হদিস পেল তদন্তকারীরা! চলছে অভিযান

বাংলাহান্ট ডেস্ক : এবার আয় বহির্ভূত সম্পত্তির সন্ধান মিলেছে তামিলনাড়ু এক নেতার থেকে।তামিলনাড়ুর দু’বারের প্রাক্তন বিধায়ক কেপিপি বাস্করের বিরুদ্ধে অভিযোগ উঠল বিধায়ক থাকাকালীন তার বিপুল পরিমাণ সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৭২ লক্ষ টাকা! অভিযোগ খতিয়ে দেখতে শুক্রবার সকাল থেকেই কেপিপি বাস্করের বাসস্থান ও তার সঙ্গে সংযুক্ত বিভিন্ন স্থানে অভিযান চালায় ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন (ডিভিএসি)।

ডিভিএসি জানিয়েছে, নমক্কলের দু’বারের প্রাক্তন বিধায়ক বাস্করের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির পরিমাণ ৩১৩ শতাংশ। এই অভিযোগে শুক্রবার সকাল থেকে নমক্কল, তিরুপুর এবং মাদুরাইয়ের মোট ২৬টি জায়গায় অনুসন্ধান চলছে ডিভিএসির তরফে। ভিজিল্যান্স দফতরের এফআইআরএ অভিযোগ, এডিএমকের বিধায়ক এবং তাঁর স্ত্রী বি উমার নামে প্রচুর সম্পত্তির হদিস সন্ধান পাওয়া গেছে।

Tamilnadu,KPP leader,Huge property,DVAC,Crore

কেপিপি বাস্কর প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এআইএডিএমকে অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক ইদাপ্পাদি পালানিস্বামীর ঘনিষ্ঠ সহযোগী। ভিজিলেন্স দপ্তরের অভিযোগ, ২০১১ থেকে ২০২১ সাল পর্যন্ত বিধায়ক থাকাকালীন বিপুল সম্পত্তি বৃদ্ধি পেয়েছে বাস্কর ও তার স্ত্রীর নামে। মাত্র ১০ বছর এত পরিমাণ সম্পত্তি কিভাবে বৃদ্ধি হল তার সেই বিষয় তদন্তে নেমেছে ভিজিলেন্স দপ্তর।

বাষ্কর ও তার স্ত্রীর নামে ভারতীয় দণ্ডবিধির ১০৯ ধারা সহ আর্থিক দুর্নীতি দমনের আওতায় মামলা রুজু করা হয়েছে। এডিএমকের তরফ থেকে এখনো পর্যন্ত এই ঘটনায় কোন বিবৃতি দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, তারা মনে করছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর