মোবাইল হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে আর নেই চিন্তা! এভাবে ট্র্যাক করুন সহজেই

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে আমাদের প্রত্যেকের কাছেই মোবাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। পড়াশোনা থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য, এমনকি অফিসের কাজকর্ম পর্যন্ত করা সম্ভব এর সাহায্যে। পাশাপাশি, করোনার মত মহামারীর সময়ে স্মার্টফোন যে কতটা কাজে আসতে পারে তা আমাদের সামনে স্পষ্ট হয়ে গিয়েছে। এক কথায়, মোবাইল আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে এখন।

এমতাবস্থায়, মোবাইল হঠাৎ করে চুরি হয়ে গেলে অথবা অসাবধানতাবশত হারিয়ে গেলে তা যে বিপদের সৃষ্টি করে সেটা আর বলার অপেক্ষা রাখেনা। পাশাপাশি, তা এক বড় দুশ্চিন্তার কারণও হয়ে দাঁড়ায়। এবার সেই সমস্যাকে মেটাতেই বর্তমান প্রতিবেদনে আজ আমরা এমন কিছু কৌশল আপনাদের সামনে উপস্থাপিত করব যার সাহায্যে মোবাইল হারিয়ে গেলেও খুব সহজেই আপনি তা ট্র্যাক করে ফিরে পেতে পারেন আবার।

মোবাইল ফোন খুব সহজেই করুন ট্র্যাক:
মোবাইল হারিয়ে যাওয়ার পর আপনাকে অবশ্যই কিছু জিনিস মাথায় রাখতে হবে। সমস্ত অ্যান্ড্রয়েড ফোনেই বর্তমানে এইরকম পদ্ধতি দেওয়া থাকে যার সাহায্যে আপনার ফোনটি “Secure” করা যেতে পারে। তারপরেই সেখানে থাকা অপশন (Track Your Mobile Easily) ক্লিকের মাধ্যমেও ট্র্যাক করা সম্ভব।

এছাড়াও, আপনার যদি মনে হয় ফোনটি হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, তাহলে প্রথমে আপনার ফোন নম্বরে কল করার চেষ্টা করুন। এমনও হতে পারে যে সেটি কাছাকাছি কোথাও আছে এবং আপনি ভুলে মোবাইলটি ছেড়ে এসেছেন। পাশাপাশি, কেউ আপনার হারিয়ে যাওয়া ফোনটি খুঁজে পেলে তা আপনাকে ফেরতও দিতে পারবেন। এমনকি, ফোনে একটি পাসওয়ার্ড রাখার চেষ্টা করুন যাতে এটি অ্যাক্সেস করা কিছুটা কঠিন হয় এবং এটি খুঁজে পেতেও আপনাকে সময় দেয়।

GPS-এর সাহায্য নিন:
বর্তমানে প্রতিটি মোবাইলে Global Positioning System (GPS)-এর সুবিধা প্রদান করা হয়। যার সাহায্যে ফোনের লোকেশন ট্র্যাক করা সম্ভব। তবে, যদি আগে থেকে ফোনে GPS বন্ধ করা থাকে তাহলে এই সুবিধা পাওয়া যাবেনা।

আইফোন ব্যবহারকারীরা কিভাবে ট্র্যাক করবেন:
আপনি যদি একজন আইফোন ব্যবহারকারী হন এবং আপনার ফোন হারিয়ে থাকেন, তাহলে প্রথমে অন্য একটি ডিভাইসে অ্যাপল আইডি দিয়ে লগ ইন করে “লস্ট মোড” সক্রিয় করুন অথবা আপনি অ্যাপলের “ফাইন্ড মাই আইফোন” ফিচার্সটিও ব্যবহার করতে পারেন। “ফাইন্ড মাই নেটওয়ার্ক”-এর সাহায্যে, আপনি আপনার ফোনটি বন্ধ হওয়ার পর ২৪ ঘন্টা পর্যন্ত ট্র্যাক করতে পারেন। আপনার যদি অন্য অ্যাপল ডিভাইস না থাকে তবে আপনি iCloud.com-এ গিয়েও এই ফিচার্সটি ব্যবহার করতে পারেন।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা কিভাবে ট্র্যাক করবেন:
আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী হন এবং আপনার ফোনটি কোনোভাবে হারিয়ে গিয়ে থাকে তাহলে আপনি এটি খুঁজে পেতে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজারে “ফাইন্ড মাই ডিভাইস” ফিচার্স ব্যবহার করতে পারেন। মনে রাখবেন যে, আপনার ফোনের জিপিএস পরিষেবা চালু থাকলেই অ্যান্ড্রয়েড ডিভাইসের লোকেশন ট্র্যাকিং সার্ভিস কাজ করবে, অন্যথায় এই ফিচারটি কোনো কাজে আসবে না।

এছাড়াও, আপনি “Android.com/Find”-এ সাইন ইন করে আপনার ফোন শনাক্ত করার চেষ্টা করতে পারেন। এটি করার মাধ্যমে, আপনি “Lost Phone”-অপশনটি দেখতে পাবেন এবং সেখানে ক্লিক করার মাধ্যমেই আপনি সহজেই ফোনটি ট্র্যাক করতে পারবেন এবং ডেটাও মুছতে পারবেন।

Lost Mobile,Mobile,Smartphones,Android Phone,Iphone,Lost,Track,GPS,Tech News,India,National

হারানো ফোনের লোকেশন দেখতে পাবেন:
এই পদ্ধতিগুলির ফলে আপনার ফোনে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনি বর্তমান ফোনের স্ক্রিনে ওই ফোনের লোকেশন দেখতে পাবেন। এছাড়াও, আপনি ফোনের ডেটাও ডিলিট করতে পারবেন। আপনি অন্য একটি ফোন থেকে iCloud এবং Google Account-এর সব ডেটা মুছে ফেলতে পারবেন। তবে, অবশ্যই মনে রাখেবন যে, একবার ডেটা ডিলিটের পর ফের কিন্তু, মোবাইলটি আর ট্র্যাক করতে পারবেন না। তাই, অবশ্যই সতর্কতার সাথে এবং মাথা ঠান্ডা করে কাজটি করতে হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর