মোদী-নাড্ডার ছবি ছিঁড়ে লাগানো হল মমতার ছবি, সাজো সাজো রব জগদ্দলের পার্টি অফিসে

বাংলাহান্ট ডেস্ক : ঘর ওয়াসপি হয়েছে ব্যারাকপুরের বিজেপি সাংসদের। আজই বিকেলে তৃণমূলে যোগ দিয়েছেন অর্জুন সিং। ফলে স্বভাবতই সাজো সাজো রব তাঁর বাড়ির দলীয় কার্যালয়েও। গেরুয়ার শেষ চিহ্নটুকুও মুছে ফেলে সবুজের আবেশ আনতেই প্রবল চেষ্টা সেখানে।

রবিবার বিকেলে তিন বছর পর আবারও তৃণমূলে ফেরেন অর্জুন সিং। ইতিমধ্যেই ভাইরাল তৃণমূলে যোগদানের ছবি। সেই ছবিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় তাঁকে উত্তরীয় পরিয়ে দিতে। একই সঙ্গে একই মঞ্চে হাসিমুখে পাশাপাশি দেখাও মেলে তাঁদের। কার্যতত বিগত কয়েকদিন ধরে চলতে থাকা জল্পনা এবং ঘটনা প্রবাহে একপ্রকার নিশ্চিতই ছিল যে তৃণমূলে যোগ দেবেন অর্জুন সিং। একটা সময় পর বিষয়টি কেবল সময়ের অপেক্ষা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত রবিবাসরীয় বিকেলেই সত্যি হল তা।

এদিন অর্জুন সিং তৃণমূলে যোগ দেওয়ার কিছুক্ষণ আগেই সামনে আসে একটি ভিডিও। সেই ভিডিওটিতে দেখা যায় অর্জুনের জগদ্দলের বাড়ির দলীয় কার্যালয় থেকে জেপি নাড্ডা, নরেন্দ্র মোদীর ছবি ছিঁড়ে ফেলছেন তাঁর সমর্থকরা। খুলে নেওয়া হয় গেরুয়া পতাকাও।

ভিডিওটিতে আরও দেখা যায়, বিজেপি নেতৃত্বের ছবি ছিঁড়ে ফেলে সেখানে লাগানো হচ্ছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। দলীয় কার্যালয় ভরিয়ে ফেলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানারে। ঘাসফুল শিবির সূত্রে খবর, মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া এরকম ব্যানার প্রায় চার হাজারটি ছাপিয়ে আগে থেকে রেখে দেওয়া হয়েছিল তৃণমূল কার্যালয়ে।অর্জুন সিং তৃণমূলে ফেরার খবরের পরই শুরু হয়ে যায় কার্যালয় এবং গোটা এলাকায় ব্যানার লাগানোর কাজ। অর্জুন সিংয়ের কার্যাচলে চলে ‘খেলা হবে’ গানটিও।

বলাই বাহুল্য, তৃণমূলে যোগ দেওয়ার পরও তাঁর সঙ্গে থাকার বার্তাই দিয়েছেন তাঁর ছায়াসঙ্গী বিজেপি নেতারা। ব্যারাকপুরের অর্জুন ঘনিষ্ঠ বিজেপি নেতা রাকেশ সিং বলেন, ‘অর্জুনদা যাই করবেন আমরাও তাইই করব। আমরা অর্জুনদার সঙ্গেই আছি।’ একই বার্তা দিয়েছে তৃণমূলও। ভাটপাড়া টাউন ২ এর তৃণমূলের সাধারণ সম্পাদক মান্নু সাউ বলেন, ‘অর্জুন আমাদের নেতা। আমাদের অভিভাবকের মতো। উনি দলে এলে আমাদের ভালই হবে। ভাটপাড়া আবার শান্ত হবে। কোনও গন্ডগোল হবে না আর এলাকায়।’

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর