ভারতীয় ক্রিকেট দলের পাশে দাঁড়ালেন নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধী

বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেট বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত, মন ভেঙেছে ১২৫ কোটি দেশবাসীর। শুরু থেকেই অসাধারণ খেলেও, সেমিফাইনালে ভাগ্য সঙ্গ দিলো না তাদের। দেশবাসীর পাশাপাশি ভেঙে পড়েছে ভারতীয় দলও, ম্যাচ শেষে কাঁদতে দেখা গেছে রোহিত শর্মা, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি এবং বাকি সকলকেই। এমন কঠিন অবস্থায় ক্রিকেটারদের পাশে দাঁড়ালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেসের রাহুল গান্ধী।

নরেন্দ্র মোদি টুইট করেছেন, ‘‌বেশ হতাশ হয়েছি এই ফলে। তবে শেষ অবধি দারুণ লাগল টিম ইন্ডিয়ার লড়াই। ভারত দুর্দান্ত ব্যাটিং করেছে গোটা টুর্নামেন্টে। ভাল বোলিং করেছে। ফিল্ডিংও অসাধারণ। আমরা এতে গর্বিত। জয় ও হার জীবনের অঙ্গ। টিম ইন্ডিয়া আরও সাফল্য পাবে আগামীদিনে।’‌

রাহুল গান্ধী টুইট করেছেন, ‘‌ভেঙে চুরমার হয়ে গেছে কোটি কোটি দেশবাসীর হৃদয়। দারুণ লড়াই করেছে টিম ইন্ডিয়ার প্রতিটা ক্রিকেটার। তোমরা ভালবাসা ও শ্রদ্ধার যোগ্য। সেমিফাইনালে জয়ের জন্য নিউজিল্যান্ডকে অভিনন্দন। ভারতকে হারিয়ে তারা ফাইনালে গেল।’‌  ‌‌

সম্পর্কিত খবর