আনলক ৩ : খুলতে পারে মেট্রো, শিক্ষাপ্রতিষ্ঠান! বড় ইঙ্গিত দিল মোদি সরকার

বাংলাহান্ট ডেস্কঃ আনলকডাউন এর তৃতীয় পর্ব (unlockdown 3) শুরু হতে চলেছে দেশ জুড়ে। আর এই পর্বেই মেট্রো রেল খোলার বিষয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত ভারতীয় রেল (indian railway) সূত্রে। পাশাপাশি স্কুল কলেজের বিষয়েও মিলল ইঙ্গিত।

   

এই মুহুর্তে ভারতে হু হু করে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণ। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁইছুঁই। এরই মধ্যে কি দেশ ফের একবার লকডাউনের পথে হাঁটবে? এটাই এখন সব চেয়ে বড় প্রশ্ন৷ কিন্তু মোদি সরকারের তরফে জানা যাচ্ছে, এই মুহুর্তে ফের সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটার কোনো ইচ্ছে নেই কেন্দ্রীয় সরকারের। উল্টে দেশের অর্থনীতিকে সচল রাখতে দেশে চালু হতে পারে আনলক ডাউনের তৃতীয় পর্ব। তবে রাজ্য সরকারগুলি চাইলে কড়া লকডাউন এর ঘোষণা করতে পারে।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এই মুহুর্তে মেট্রো বা লোকাল ট্রেন খোলার কোনো পরিকল্পনা নেই ভারতীয় রেলের। পাশাপাশি কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক এর তরফ থেকে জানা যাচ্ছে, অভিভাবকদের অনিচ্ছার কারনে এখনই খুলছে না স্কুল কলেজও। পাশাপাশি দ্বিতীয় পর্বের মত এই পর্বেও সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ থাকতে পারে, জিম, সুইমিং পুল, রাজনৈতিক জমায়েত।

গণপরিবহনে তেমন কোনো পরিবর্তন হবে না বলেই খবর। সেগুলি যেমন ভাবে চলছে তেমনই চলতে থাকবে। তবে খুলতে পারে সিনেমা হল ও থিয়েটার৷ তথ্য ও সম্প্রচার মন্ত্রক এই ব্যাপারে, সামাজিক দূরত্ব মেনে খোলার পরামর্শ দিয়েছে। সূত্রের খবর আনলকডাউন ৩ এর রূপরেখা প্রায় তৈরি, এখন শুধু প্রধানমন্ত্রীর দপ্তরের শিলমোহরের অপেক্ষা।

সম্পর্কিত খবর