১ বছর কাটা যাবে বেতন, পাওয়া যাবে না ডিএ : করোনা যুদ্ধে বড়ো সিধান্ত মোদী সরকারের

বাংলাহান্ট ডেস্কঃ মোদী সরকারের নেতৃত্বে করোনার বিরুদ্ধে লড়াইতে ভারত (India) জুড়ে চলছে দ্বিতীয় দফার লকডাউন। এই পরিস্থিতিতে বিপুল পরিমান আর্থিক ক্ষতি প্রতিদিন হয়ে চলেছে দেশে। এবার সেই আর্থিক ক্ষতি কমাতে সরকার এবার কর্মীদের বেতন থেকে টাকা কাটার সিদ্ধান্ত নিয়েছে৷ পাশাপাশি, কেন্দ্রীয় সরকারি কর্মীদের আপাতত বর্ধিত মহার্ঘ ভাতা না দেওয়ার সম্ভাবনাও দেখা গেছে।

সম্প্রতি, কেন্দ্রীয় সরকার রাজস্ব বিভাগকে একটি সার্কুলার পাঠিয়েছে। যেখানে বলা হয়েছে, রাজস্ব দপ্তরের অফিসার ও কর্মীদের কাছে আবেদন করা হচ্ছে যে তারা যেন ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত অর্থাৎ আগামী ১ বছরের প্রতি মাসে একদিনের বেতন প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেন। এই ব্যাপারে কোনো আপত্তি থাকলে তা দপ্তরকে জানানোর ও নির্দেশ দেওয়া হয়েছে। আর তা জানাতে হবে ২০ এপ্রিলের মধ্যেই।

IMG 20200418 205332

১৩ই মার্চ কেন্দ্রীয় মন্ত্রিসভা ৪ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল যা ২০২০ সালের জানুয়ারি থেকে কার্যকরী হওয়ার কথা ছিল।  তাও রাষ্ট্রের এই ক্ষয়মান অর্থনৈতিক সংকট এর সময়ে দেওয়া হবে না।

মূলত, করোনা ও অর্থনৈতিক মন্দার জোড়া ধাক্কায় বিপর্যস্ত গোটা দেশের অর্থনীতি। এবার সেই সংকটের সমাধান করতেই এমন সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।

সম্পর্কিত খবর