এবার ভারতে হানা করোনার, নির্দেশিকা জারি করল মোদী সরকার

করোনা ভাইরাস (corona virus) নামটা শুনলেই যেন ভয়ে বুকটা কাঁপে। এই নামটাতেই গোটা বিশ্বে আতঙ্ক । চীন, কেরল , দিল্লি, তেলেঙ্গানার পর এবার ভারতে হানা করোনা ভাইরাসের। প্রায় জাকিয়েই বসেছে করোনা। উত্তর প্রদেশের ৬ জনের দেহে মিলেছে এই ভাইরাস।তাই এরকম এক পরিস্থিতিতে দেশের মিডিয়াগুলোকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করা হল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফ থেকে। এই ভাইরাসের জেরে ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, জাপানের নাগরিকদের ভিসা 3ই মার্চ বাতিল করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে যারা বাধ্য শুধুমাত্র তাদের জন্যই ভিসার আবেদন গ্রহণযোগ্য। আবার, চীনের যেসব নাগরিকরা 5 ফেব্রুয়ারি ভারত আসার জন্য ভিসা Apply করেছিলেন তাদেরও ভিসা  বাতিল করা হয়েছিল। আর যদি জরুরী কোন কারনে ভারত আসতে হয় তাহলে ভারতীয় দূতাবাসের এর আবেদন করতে হবে তাদের।

এই মুহূর্তে ১১ই ফেব্রুয়ারি যারা চীন, দক্ষিণ কোরিয়া, ইরান, ইতালি, জাপানের নাগরিক রয়েছেন, তাদের ভারত আসার জন্য ভিসার আবেদন করেছিলেন এবং যারা পরবর্তীকালে ভারত আসতে চলেছেন তাদের সকলেরই ভিসা বাতিল করা হয়েছে। একমাত্র এই নির্দেশিকা কার্যকর হবে না দেশের কূটনৈতিক, রাষ্ট্রসঙ্ঘের অধিকারিক, ওআইসি কার্ড ধারী ও এয়ার ক্রুদের ক্ষেত্রে। তাছাড়া ভারতের বিমানবন্দর এর মধ্যেও বিদেশি প্রবেশকারীদের স্বাস্থ্য ও সফল ইতিহাস সম্পর্কেও সেল্ফ ডিক্লারেশন দিতে হবে।

যেমন বিদেশিদের ক্ষেত্রে ভারতে প্রবেশের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ঠিক তেমনই ভারতীয়দের জন্যও চীন, কোরিয়া,ইতালি,ইরান যেতে নিষেধাজ্ঞা আছে। বৈদ্যুতিন মাধ্যম গুলোকে নির্দেশিকা সম্পর্কিত টিকার কাজ চালাতে বলা হয়েছে। সব সময় পরিচ্ছন্ন থাকার চেষ্টা, সাবান বা হ্যান্ড ওয়াস দিয়ে ঘনঘন হাত ধুয়ে ফেলার কথা, পাশাপাশি কাশি বা হাঁচির সময় মুখ কাপড় দিয়ে ঢেকে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আর টিস্যু পেপার ব্যবহার করা হলে ব্যবহার পর অবশ্যই সেই টিস্যু পেপারটি কে কোনো ঢাকা ডাস্টবিনে ফেলার পরামর্শ দেওয়া হচ্ছে।শরীর অসুস্থবোধ করলে ডাক্তারের  পরামর্শ নিতে বলা হচ্ছে।

যে কাজগুলো একদম করবেন না। সেগুলি হল…..

1) যেখানে সেখানে থুথু ফেলবেন না।

2) জ্বর বা সর্দি হলে অন্যের ছোঁয়াচে থেকে এড়িয়ে চলুন।

3)  ভালোভাবে রান্না না হওয়া খাবার খাবেন না।

4) যতটা পারবেন পশুপাখি ছোঁয়াচে এড়িয়ে চলুন।

5) পশুপাখিদের খামার থেকে আপাতত এড়িয়ে চলুন।

আপনার যদি করোনা ভাইরাস সম্পর্কে কোনও প্রশ্ন থাকে তাহলে আপনি নিচে দেওয়া থাকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের নম্বরটিতে ফোন করুন। তাছাড়া আপনি যোগাযোগ করতে পারেন এই e-mail আইডি তেও..ফোন নাম্বার- 911123978046, ইমেইল আইডি- ncov2019@gmail.com

 

সম্পর্কিত খবর