মোদি সরকার চালু করতে চলেছে এক দেশ এক রেশন কার্ড, উপকৃত হবে ৬৭ কোটি ভারতীয়

বাংলাহান্ট ডেস্কঃ আত্মনির্ভর ভারত প্যকেজের দ্বিতীয় দিনে মোদি সরকারের ( modi government) অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ( nirmala sitaraman) জানান, এক দেশ এক রেশন ( one nation one ration card) কার্ড চালু করতে চলেছে কেন্দ্র। এর ফলে পরিযায়ী শ্রমিকরা দেশের যে যে কোনো অঞ্চল থেকেই রেশন তুলতে পারবে।

নির্মলা সীতারমন এদিন বলেন, “পিডিএসের ৮৩ শতাংশ জনসংখ্যার ২৩ টি রাজ্যে সাতষট্টি কোটি সুবিধাভোগী আগস্ট ২০২০ সালের মধ্যে জাতীয় বহনযোগ্যতার আওতায় আসবে”। এছাড়াও, সমস্ত রাজ্যের পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে রেশন দেওয়া হবে। তিনি জানান, যেসব শ্রমিকদের কাছে রেশন কার্ড নেই তাঁরাও এই সুবিধা পাবে। তিনি জানান, পরিযায়ী শ্রমিকেরা ন্যাশানাল ফুড সিকিউরিটি আইন অনুযায়ী রেজিস্টার না থাকলেও এই সুবিধা গ্রহণ করতে পারবে।

উনি জানান, সমস্ত পরিযায়ী শ্রমিকদের মাথা পিছু ৫ কেজি চাল আর প্রতি পরিবার পিছু এক কেজি ছোলা দেওয়া হবে। কেন্দ্র সরকারের এই পদক্ষেপ সোজাসুজি ৮ কোটি পরিযায়ী শ্রমিক উপকৃত হবে। দুই মাসে কেন্দ্র সরকার দ্বারা মোট ৩ হাজার ৫০০ কোটি টাকা খরচ করা হবে

পাশাপাশি, দেশের ৫০ লাখ ফুটপাথ ব্যবসায়ীদের জন্য ১০ হাজার টাকা করে লোনের ব্যবস্থা করেছে সরকার। এছাড়াও ডিজিটাল পেমেন্টেও উৎসাহী করা হবে বিক্রেতাদের।

প্রসঙ্গত, মঙ্গলবার করোনা মোকাবিলায় ২০ লাখ টাকার আর্থিক প্যাকেজ ঘোষনা করল নরেন্দ্র মোদি ।প্যাকেজে জমি, শ্রমিক, অর্থের যোগান ও আইন- সবকিছুর উপর জোর দেওয়া হয়েছে। আমাদের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের জন্যও। যা কয়েক কোটি মানুষের জীবিকা নির্বাহের আধার। এই প্যাকেজটি ভারতের GDP এর ১০%, এই প্যাকেজটি বিশেষ করে শ্রমিক এবং কৃষক ও মধ্যবিত্তদের জন্য।

সম্পর্কিত খবর