নতুন বছরেই মোদী সরকারের বড় উপহার, তালিকায় নেই পশ্চিমবঙ্গ

বাংলা হান্ট ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মসনদে বসার পর বিশেষ করে কৃষকদের দিকে জোর দিয়েছেন। কৃষকদের ঋণ মুকুব থেকে শুরু করে পেনশন প্রকল্প শুরু করেছেন  মোদী। তবে প্রধানমন্ত্রীর দ্বিতীয় জমানায় কৃষকদের বিশেষ সুবিধা দেওয়ার জন্য কিষান প্রকল্পের আওতায় কৃষকদের জন্য বিশেষ প্রকল্প চালু করার কথা জানিয়েছিলেন।সেই মতো নতুন বছরের শুরুতেই কিষান প্রকল্পের আওতায় দেশের কোটি কোটি কৃষকদের আর্থিক সুবিধা দিতে নতুন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জানা গিয়েছে আজ অর্থাত্ 2 জানুয়ারি বৃহস্পতিবার কর্নাটকের টুং কর থেকে দেশের কোটি কোটি কৃষকদের বিভিন্ন দিক থেকে আর্থিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্য 12 হাজার কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করবেন। যদিও ইতিমধ্যেই এই প্রকল্পের কয়েক কিস্তির মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে 2000 করে টাকা দেওয়ার শেষ হয়েছে কিন্তু আর্থিক বছরের শেষ কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা করবেন আজই। তাই শুধুমাত্র আজকেই উপকৃত হতে চলেছেন সাড়ে ছয় কোটি কৃষক।kisansammanyojna 43 6

গত বছরের ডিসেম্বর মাস অবধি 9.2 কোটি কৃষকের তথ্য সংগৃহীত হয়েছে কিন্তু সেই তালিকায় নেই পশ্চিমবঙ্গের নাম। মিশরে এই প্রকল্পের জন্য বিভিন্ন রাজ্যের তরফ থেকে সেই রাজ্যের কৃষকদের তথ্য দেওয়া হয়েছে অথচ পশ্চিমবঙ্গের কোনও কৃষকদের তথ্য এখনও অবধি জমা পড়েনি বলেই সূত্রের খবর। 2019 সালের নভেম্বর মাস অবধি তৃতীয় কিস্তি অবধি টাকা দেওয়া হয়েছে তাই শেষ কিস্তির টাকা দেওয়ার কথা ঘোষণা হতে পারে আজকেই।

প্রসঙ্গত গত আর্থিক বছরে কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল দেশের কৃষকদের কথা মাথায় রেখে যাঁদের দুই হেক্টরের থেকে কম জমি আছে তাঁদের জন্য তিনটি কিস্তিতে দুই হাজার অর্থাত্ বছরে ছয় হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরেই দেশের 14.5 কোটি কৃষক যাতে কিষান বিধি প্রকল্পের আওতায় আসতে পারেন তার জন্য ঘোষণা করেন, জানা গিয়েছে এই প্রকল্পের জন্য প্রতি বছর 87000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রের তরফে।

সম্পর্কিত খবর