কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য খুশীর খবর ! দীপাবলি উপলক্ষে মোদি সরকার করলো বড় ঘোষণা

এক সপ্তাহ আগেই লিভ ট্রাভেল কনসেশন ঘোষনা করেছিল মোদি সরকার (modi government) । এবার উৎসবের আবহে ৩০ লাখের ওপর কর্মীর জন্য ঘোষনা হল বোনাস (bonus)। আগামী সপ্তাহেই এই টাকা পৌঁছে যাবে কর্মীদের কাছে। বরাদ্দ হয়েছে ৩ হাজার ৭৩৭ কোটি টাকা।

narendra modi 1 3

করোনা আবহে দেশের ভাঁড়ার প্রায় তলানিতে। সরকারের অন্যতম আয়ের উৎস রেল প্রায় বন্ধ ৬ মাস ধরে। এই পরিস্থিতিতে আদেও পুজোয় বোনাস করবে কিনা মোদি সরকার তা নিয়ে সংশয় ছিল। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও ঘোষনা করেছিলেন বোনাস না পেলে তারা ধর্মঘটে যেতে বাধ্য হবে৷ মনে করা হচ্ছে সেই চাপেই বোনাস দিতে কার্যত বাধ্য হল মোদি সরকার।

রেল, ব্যাঙ্ক, পোস্ট অফিস, ইপিএফও, ইএসআই-এর মতো সংস্থার কর্মীরা পাচ্ছেন প্রোডাক্টিভিটি বোনাস। প্রোডাক্টিভিটি বোনাস প্রাপকের সংখ্যা প্রায় ১৭ লাখ। এর জন্য সরকারের খরচ হবে  ২ হাজার ৭৯১ কোটি ।এছাড়াও বাকি ১৩ লাখ কর্মীদের বোনাস দিতে খরচ করা হবে ৯৪৬ কোটি টাকা।

প্রসঙ্গত জানিয়ে রাখি, মাত্র ১ সপ্তাহ আগেই লিভ ট্রাভেল কনসেশন ঘোষনা করেছিলেন কেন্দ্রী অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও পুজোর আগে কর্মীদের অতিরিক্ত ১০ হাজার টাকা করে অগ্রিমও দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আগামী জুন মাস পর্যন্ত খরচ করা যাবে সেই টাকা। সহজ ১০ কিস্তিতে কেন্দ্রকে সেই টাকা ফেরত দিতে পারবে কর্মীরা।

 

 

সম্পর্কিত খবর