বড় খবর : ফের বড় ঘোষণা কেন্দ্রের ,জারি করা হল আনলক 2.0 এর নির্দেশিকা

 

বাংলা হান্ট ডেস্ক : চীন থেকে আগত করোনা ভাইরাসের থাবায় কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা বিশ্ব।বিশ্বের উন্নতশীল দেশগুলিতেও দাপিয়ে নিজের দাপট দেখিয়েছে কোভিড ১৯। মার্চ মাসে ভারতেও প্রবেশ করে করোনা ভাইরাস। তাই সংক্রমণ এড়াতে গত 23 শে মার্চ থেকে গোটা দেশজুড়ে লকডাউনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এই সিদ্ধান্তের তার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে প্রত্যেকটি রাজ্যের রাজ্য সরকার। প্রথমে 15 দিনের ইঙ্গিত দিয়ে লকডাউন শুরু হলেও শেষে তা বাড়তে বাড়তে পৌঁছে প্রায় আড়াই মাসে। তারপর বিভিন্ন বিষয় চিন্তা করে গত ৮ ই জুন থেকে রাজ্যজুড়ে লকডাউন শিথিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বদলীয় বৈঠক ডাকার পর ফের জুলাই মাস জুড়ে লকডাউনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

modi 22 2

লকডাউন যতই শিথিল হচ্ছে ততই দেশে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। এই পরিস্থিতিতে আজ রাতে কেন্দ্র সরকারের তরফে জারি করা হয়েছে আনলক 2.0 এর নির্দেশিকা যেখানে বলা হয়েছে আগামী 31 শে জুলাই পর্যন্ত বন্ধ থাকবে স্কুল-কলেজ, কোচিং সেন্টার, অডিটোরিয়াম, ও সুইমিংপুল। রাত 10 টা থেকে ভোর 5 টা পর্যন্ত বাইরে বেরোনো নিষেধ। আগামী 15 জুলাই খুলবে কেন্দ্র-রাজ্য ট্রেনিং সেন্টার।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর