মোদী জামানায় পাকিস্তানের হাড়হিম করতে বাহুবলী ভারত নিয়ে এলো ‘রাফাল’

 

বাংলা হান্ট ডেস্ক : মোদির আমেরিকা সফরের আগে আবার শক্তি বৃদ্ধি করল ভারত।রাফাল চুক্তি নিয়ে ভারতের রাজনীতিতে বারবার করে এসেছে বিতর্কের ঝড়।ভোট বাজারে বারবার করে জায়গা কেড়ে নিয়েছে রাফায়েল বিষয়ক উক্তি। রাফায়েল যে ভারতের শক্তি প্রদর্শনকে আরো বাড়াবে বলাইবাহুল্য। প্রথম সারির দেশগুলো আমেরিকা রাশিয়া যখন বিভিন্ন রাষ্ট্রের কাছে তাদের অস্ত্র বেচে চলেছে, সেই সময় ফ্রান্স থেকেই ভারত এল রাফেল বিমান।

প্রসঙ্গত উল্লেখ্য 36টি রাফাল বিমানের চুক্তি হয়েছিল। ফ্রান্সের সাথে 2016 সালের দাসাল্ট অভিয়েশন এর সাথে এই চুক্তি হয়। চুক্তি অনুযায়ী তিন বছরের মধ্যে সেগুলো ভারতের হাতে তুলে দেওয়ার কথা ছিল। 56 হাজার কোটি টাকার বিনিময় এই চুক্তি হয়েছিল অবশেষে ডেপুটি চিফ মার্শাল এর হাতে তুলে দেয়া হলো সেই রাফাল বিমানের একটি।

বি ওয়ান পরবর্তী বায়ুসেনা প্রধান কুমার সিং ভাদুরিয়ার নামে। যিনি অক্টোবরে এই পদে জয়েন করবেন। এই বিমান যে এরপর ভারতের শক্তি বৃদ্ধি করবে এবং যুদ্ধাস্ত্র মালিকানার নতুন অংশীদার করে তুলবে। বিশ্বের বাজারে একটা নতুন জায়গা করে দেবে ভারত কে।

সম্পর্কিত খবর