৩রা মে’র পর চালু হতে পারে মেট্রো, তবে মোদী সরকার বন্ধ করতে পারে এই গুরুত্বপূর্ণ সুবিধা

বাংলা হান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের প্রকোপ রোখার জন্য ভারত (India) জুড়ে জারি লকডাউনের পর আবারও মেট্রো পরিষেবা (Metro Service) চালু হতে পারে। দেশজুড়ে মেট্রো শুরু হওয়ার পর মোদী সরকার (Modi Sarkar) টোকেনে যাত্রা করা বন্ধ করতে পারে। শুধুমাত্র স্মার্ট কার্ডের মধ্যমেই যাতায়াতের অনুমতি দেওয়া হতে পারে। এক সরকারি আধিকারিক এই তথ্য দেন। কেন্দ্রীয় আবাস আর শহুরে মামলায় মন্ত্রালয় লকডাউনের পর মেট্রো সেবা শুরু করার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার (SOP) প্রস্তুত করায় জুটেছে।

   

ইংরেজি সংবাদ মাধ্যমের একটি রিপোর্ট অনুযায়ী, সরকার করোনার প্রসারের বিপদ কম করার জন্য সোশ্যাল ডিস্টেন্সিং এর পালন করে মেট্রো সেবা শুরু করা নিয়ে বিচার করছে। এই উপায়ে দুই যাত্রীর মধ্যে দুরত্ব, তাদের স্ক্রিনিং আর মেট্রো স্টেশনে ভিড় নিয়ন্ত্রণ করা যুক্ত আছে।

স্মার্ট কার্ডের রিচার্জ করা যায়, আর অ্যাক্সেস গেটে ভাড়া শোধ করা হয়। কিন্তু টোকেনে যাত্রীরা প্রতিবার যাত্রা শুরু করার আগে কেনেন আর এর জন্য অধিকতর মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন থাকে।

আধিকারিক জানান, নির্দেশিকায় ছাড় পাওয়ার পর মেট্রো সার্ভিস কিভাবে শুরু করা হবে, সেটা নিয়ে চর্চার জন্য মঙ্গলবার একটি বৈঠক হয়। উনি জানান, ‘আমাদের সবার আগে ভিড় নিয়ন্ত্রণ করতে হবে আর ভিড় অনুযায়ী, ট্রেনে ফ্রিকুয়েন্সি বজায় রাখতে হবে।” যদিও এখনো এটা স্পষ্ট হয়নি যে, সার্বজনীন পরিবহণ গুলোকে ৩রা মে’র পর ছাড় দেওয়া হবে কি না। আপনাদের জানিয়ে দিই, ট্রেন আর বিমানের সাথে সাথে সমস্ত মেট্রো পরিষেবা ২৫ মার্চ থেকে স্থগিত আছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর