আবার বলিষ্ঠ উদ্যোগ মোদি সরকারের, ২ বছরের মধ্যে গ্রামীণ শিল্পকে নিয়ে যাওয়া হবে ৫ লাখ কোটিতে

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহে ভেঙে পড়েছে দেশের অর্থনীতি। প্রতিদিন রক্তক্ষয় হয়ে চলেছে শিল্পগুলির । এমতাবস্থায় ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার (modi government)  । শিল্পগুলিকে ঘুরে দাঁড়ানোর জন্য নানা রকম পদক্ষেপ নিচ্ছে সরকার। এবার সেই তালিকায় যোগ হল গ্রামীণ শিল্প।

সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি জানিয়েছেন, মার্চ-শেষ পর্যন্ত গ্রাম শিল্পের টার্নওভার ৮৮,০০০ কোটি টাকা। আমরা দু’বছরের মধ্যে এটিকে পাঁচ লক্ষ কোটি টাকা করার লক্ষ্য রেখেছি। আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হ’ল কৃষিকাজ, গ্রামীণ ও উপজাতি অঞ্চলে কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করা।

তিনি আরো বলেন, আমি স্বীকার করি যে ব্যাঙ্কগুলির সাথে সম্পর্কিত, চাহিদা এবং সরবরাহের সাথে তরলতার সাথে সম্পর্কিত সমস্যা বর্তমান, অর্থনৈতিক পরিস্থিতিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ সমস্যা হ’ল তরলতা। আমাদের বাজারে তরলতা বাড়াতে হবে। তা ছাড়া আমরা আমাদের অর্থনীতির চাকা দ্রুততর করতে পারি না।

গ্রামীণ শিল্প হিসাবে মূলত খাদি ও অন্যান্য গ্রামে তৈরি কুটির ও মাঝারি শিল্পকে বোঝানো হয় । গ্রামীণ অঞ্চলে অবস্থিত এই শিল্প পণ্য উত্পাদন করে অথবা ক্ষমতা ব্যবহার না করে বা কোনও পরিষেবা সরবরাহ করে।

সম্পর্কিত খবর