মোদি জমানায় কাশ্মীরের উন্নয়ন টপকে গেল প্যারিসের আইফেল টাওয়ারকে! উচ্চতম ব্রিজ তৈরি ভারতে ..

 

   

বাংলা হান্ট ডেস্কঃ প্যারিসের আইফেল টাওয়ারের নাম অনেকেই শুনেছেন। কিন্তু চোখেও দেখেননি অনেকে। কিন্তু এবার ভারতে বসেই আইফেল টাওয়ারের বেশি উচ্চতার ব্রিজ যদি চোখে দেখতে পান অবাক হবেন না কিন্তু? ব্রিজটি তৈরি করতে রেলের খরচ হচ্ছে; ২০ হাজার কোটি টাকা। জম্মু কাশ্মীরের অনন্তনাগ; শোপিয়ান; পুলওয়ামা; শ্রীনগর; ও বারামুলা জেলাকে জুড়ে দেবে এই ব্রিজ। প্রকল্প অনুযায়ী; প্রায় ১৫ টি স্টেশন তৈরি হবে।

এই প্রকল্পে ৬২ টি বড় আর ৭৩৯ টি ছোট ব্রিজ হবে। এছাড়াও ১০ টি রোড ওভার ব্রিজ তৈরি করা হবে। মোদি আমলে কাশ্মীর যখন 370 ধারা এবং 35 এ বিলোপের ইতিহাস দেখেছে তবে হয়তো কাশ্মীরের ইতিহাস দেখা বাকি রয়েছে এমনই মনে করছে সরকারের অন্দরমহল।

প্যারিসের আইফেল টাওয়ারের থেকেও ৩৫ মিটার বেশি উঁচু রেলওয়ে ব্রিজ তৈরি হচ্ছে জম্মু কাশ্মীরের উধমপুর থেকে বারামুলাতে। এই ব্রিজ উধমপুর; শ্রীনগর ও বারামুলা রেল প্রকল্পের অংশ। ভারতীয় রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে এখনও পর্যন্ত; ভারতীয় রেলের ইতিহাসে এই রেল ব্রিজের কাজটাই রেল ইতিহাসের কঠিনতম কাজ। এই । তবে এই কাজটি সম্পন্ন করতে কর্তৃপক্ষ ঊর্ধ্বশ্বাসে তাদের কাজের গতি বাড়িয়ে চলেছে।

রেলওয়ে ব্রিজ কাশ্মীরের ‘চেনাব’ নদীর উপরে তৈরি হচ্ছে। জানা যাচ্ছে ২০২১ এর মার্চ মাসের মধ্যেই এই ব্রিজ তৈরি হয়ে যাবে। উধমপুর থেকে বারামুলা পর্যন্ত এই রেল পথের দুরত্ব হল ৩২৬ কিমি। ব্রিজের উচ্চতা ৩৫৯ মিটার অর্থাৎ ১১৭৮ ফুট।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর