মধ্যবিত্তের পক্ষে জোরালো পদক্ষেপ মোদি সরকারের, কর্মহীনদের ২ বছর আর্থিক সাহায্য করা হবে

বাংলাহান্ট ডেস্কঃ মোদি সরকার ( modi government) জানিয়েছে, করোনা ( corona virus) পরিস্থিতিতে চাকরি হারানো মানুষেরা 24 মাসের জন্য অর্থ সাহায্য পাবেন। এই প্রকল্পটির নাম দিয়েছে ‘অটল বীমা বীমা ব্যক্তি কল্যাণ’ প্রকল্প। ‘এই প্রকল্পের আওতায় সরকার যারা চাকরি হারিয়েছে তাদের প্রতি দুই বছরের জন্য প্রতিমাসে আর্থিক সহায়তা দেওয়া থাকবে।

695322 615979 614846 money 122216 1

করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে দেশব্যাপী যে লকডাউন ঘোষনা করা হয়েছে তার ফলে বিপর্যয় নেমে এসেছে দেশের অর্থনীতিতে। ইতিমধ্যেই কর্মহীন হয়ে পড়েছে দেশের কয়েক লাখ মানুষ। আশঙ্কা আরো অনেক মানুষ কর্মহীন হয়ে পড়বেন অদূর ভবিষ্যতে। কর্মহীন আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য এবার বড় সিদ্ধান্ত নিল মোদি সরকার।

যে ব্যক্তি বেকার হয়ে গেছে। সরকার তাকে তার সর্বশেষ 90 দিনের গড় আয়ের পরিবর্তে 25% এই সুবিধা দেবে। এই স্কিমটির সুবিধাটি সংগঠিত খাতের কর্মচারীদের দ্বারা গ্রহণ করা যেতে পারে যারা ইএসআইসি-এর বীমা পেয়েছেন এবং দু’বছরেরও বেশি সময় ধরে নিযুক্ত রয়েছেন। এগুলি ছাড়াও আধার এবং ব্যাংক অ্যাকাউন্টের ডেটা বেসের সাথে সংযুক্ত হওয়া গুরুত্বপূর্ণ।

তবে সকলেই এই প্রকল্পের সুবিধা পাবেন না, ব্যক্তি যে সংস্থায় কর্মরত ছিল সেই সংস্থা যদি সংশ্লিষ্ট ব্যক্তিকে ভুল আচরণের অভিযোগে বরখাস্ত করে। তবে ঐ ব্যক্তি এই সুবিধা পাবে না।

আপনি যদি এই স্কিমের দাবিদার হন তবে আপনাকে প্রথমে ESIC ওয়েবসাইটে যেতে হবে এবং অটল বীমা বীমা ব্যক্তি কল্যাণ প্রকল্পের জন্য রেজিস্ট্রেশন করতে হবে, এর পর সমস্ত তথ্য পূরণ করতে হবে, মঞ্জুর হলে তবেই আপনি এই স্কিমটির সুবিধা নিতে পারবেন।

সম্পর্কিত খবর