বাড়বে ৫৯ লক্ষ নতুন চাকরির সুযোগ, ৪৪০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রের

বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকের পর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। মোদি সরকারের এই সিদ্ধান্তের জেরে একদিকে যেমন উপকৃত হবে দেশের ব্যবসায়ী ক্ষেত্রগুলি তেমনি অন্যদিকে, তৈরি হবে চাকরির সুযোগও, অন্তত তেমনটাই মত বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের৷ আজ ক্যাবিনেট বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানান আগামী পাঁচ বছরে এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন লিমিটেডে প্রায় ৪৪০০ কোটি টাকার মূলধন বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার।

বাণিজ্যমন্ত্রীর মতে, এর দ্বারা একদিকে যেমন লাভবান হবে দেশের ব্যবসায়ীক প্রতিষ্ঠান গুলি, তেমনি আবার তৈরি হবে প্রচুর চাকরির সুযোগ। গোয়েল জানিয়েছেন, এর দ্বারা প্রায় ৫৯ লক্ষ নয়া চাকরির সুযোগ তৈরি হবে। যার মধ্যে প্রায় ২ লক্ষ ৬০ হাজার যুবক যুবতী পাবেন ফর্মাল চাকরি। সরকারের এই অনুমান সত্যি হলে দেশের ক্রমশ বাড়তে থাকা বেকারত্বে কিছুটা যে প্রলেপ পড়বে তা বলাই বাহুল্য।

জানা গিয়েছে এই মুহূর্তে এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন লিমিটেডে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে সরকার। সাথে সাথেই কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন চলতি অর্থবর্ষে দেশের রপ্তানির পরিমাণ ১৮৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। জানিয়ে রাখি বাণিজ্যিক এবং রাজনৈতিক কারণে বিদেশী ক্রেতাদের পক্ষ থেকে যদি কখনও পেমেন্ট আটকে যায়, তার ফলে যাতে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে বড় সমস্যার মুখে পড়তে না হয় তার জন্যই এক্সপোর্ট ক্রেডিট গ্যারান্টির মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে বীমা প্রদান করা হয়।

piyush goyal pti 1200

বানিজ্য মন্ত্রী আরও বলেন এর দ্বারা ব্যাঙ্কগুলিও উপকৃত হবে। এছাড়াও আজ মন্ত্রিসভা জাতীয় রপ্তানি বীমা অ্যাকাউন্ট স্কিম অব্যাহত রাখার জন্য আগামী পাঁচ বছরে ১৬৫০ কোটি টাকা বিনিয়োগের অনুমোদন করেছে।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর