নরেন্দ্র মোদির নামে স্টেডিয়াম, বিতর্কের মুখেও বিরোধীদের কড়া ভাষায় আক্রমন করলো মোদি সরকার

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল থেকে গুজরাটের সর্দার বল্লব ভাই স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত বনাম ইংল্যান্ডের দিনরাত্রি টেস্ট। এই টেস্ট শুরুর আগে স্টেডিয়ামটি উদ্বোধন করতে যান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেখানে গিয়ে তিনি ঘোষণা করেন স্টেডিয়ামটির নাম সর্দার বল্লব ভাই এর পরিবর্তে করা হল নরেন্দ্র মোদি স্টেডিয়াম। স্টেডিয়ামের নাম পরিবর্তন করার পরই তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক।

সর্দার বল্লব ভাইয়ের পরিবর্তে নরেন্দ্র মোদির নামে স্টেডিয়াম করায় কংগ্রেস সহ সমস্ত বিজেপি বিরোধী দলগুলি একজোট হয়ে বিজেপির বিরোধিতা শুরু করেছে। তাদের মতে এতে অপমান করা হল সর্দার বল্লব ভাইকে। সারাদিন নেট মাধ্যমে এই নিয়ে সমালোচনা চলে। চাপের মুখে সাফাই দিতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের পক্ষে জানানো হয়েছে, শুধুমাত্র স্টেডিয়ামের নামটিই পরিবর্তন করা হয়েছে, স্পোর্টস কমপ্লেক্সের নাম রয়েছে সর্দার বল্লব ভাই প্যাটেলের নামেই।

n2570222669993cadb4faee87b6f4c35af946651d35e6e1841759e2baea4855e53daf364d6

তবে কেন্দ্রীয় মন্ত্রী প্ৰকাশ জাভেদকর এই প্রসঙ্গে বিরোধীদের তীব্র সমালোচনা করে বলেছেন, এতদিন কোথায় ছিলেন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী? কেন তারা এতদিন সর্দার বল্লব ভাই প্যাটেলের নামাঙ্কিত বিশালাকার মূর্তি নিয়ে কিছুই বলেননি। ওরা তো আজ পর্যন্ত সর্দার প্যাটেলের মূর্তি দেখতেও যান নি। তাই ওদের মুখে এইসব কথা মানায় না।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর